বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৩৭তম বার্ষিক সম্মেলন দাভোসে শুরু হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার হুয়া চিয়ান মিনের নেতৃত্বাধীন চীনা প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিয়েছে।
এবারের বার্ষিক সম্মেলনের লক্ষ হচ্ছে " পরিবর্তনশীল শক্তি পরিস্থিতি" । এ ছাড়া আরো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, সামাজিকসহ মোট চারটি আলোচনা বিষয় রয়েছে। বিশ্বের ৯০টিরও বেশি দেশের ২ হাজার ৪০০ জন কর্মকর্তা চলমান বিশ্বের অর্থনীতির নতুন পরিবর্তন, মধ্য-প্রাচ্য পরিস্থিতি এবং জ্বালানী নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সছয়াব এবারের সম্মেলনে সভাপতিত্ব করেছেন এবং সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিছেলিনে কালমি-রেই শুভেচ্ছা-বানী দিয়েছেন। ই ইউর পালাক্রমিক সভাপতি রাষ্ট্র জার্মানীর প্রধানমন্ত্রী আগেলা মের্কেল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে বিশ্বের আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন, আর্থিক নিরাপত্তা এবং দোহা রাউন্ড আলোচনার প্রক্রিয়ায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।
|