মার্কিন সিনেটের বৈদেশিক কমিটি ২৪ জানুয়ারী দু'টি পার্টির সদস্যদের উদ্যোগে এক যৌথ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট বুশের সম্প্রতি ইরাকে আরো বেশি মার্কিন সৈন্য পাঠানোর পরিকল্পনার বিরোধীতা করেছে এবং উল্লেখ করেছে যে, আরো বেশি সৈন্য পাঠানো যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ।
প্রস্তাবে বুশ সরকারের যত তাড়াতাড়ি সম্ভব ইরাক সরকারের কাছে শান্তি রক্ষা এবং ধর্মীয় সংঘর্ষ বন্ধ করার দায়িত্ব হস্তান্তর করা এবং মধ্য-প্রাচ্য অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে ইরাকের জন্য শান্তিপূর্ণ প্রস্তাব দাখিল করার আহ্বান জানানো হয়েছে । নিয়ম অনুযায়ী সিনেটের সকল সদস্য আগামী সপ্তাহে এ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ।
সিনেটের বৈদেশিক কমিটির চেয়ারম্যান, ডেমোক্রেটিক পার্টির সদস্য জোসেফ বিডেন বলেছেন, এ প্রস্তাব উত্থাপনের উদ্দেশ্য বুশকে লজ্জায় ফেলা নয় , শুধু বুশের আরেকটি গুরুতর ভূল এড়ানোর জন্য । তিনি সিনেটের অন্যান্য সদস্যদের সংশোধনী প্রস্তাব ও নতুন মতামত স্বাগত জানাবেন ।
এর পাশাপাশি সিনেটের সামরিক কমিটির ৪জন প্রজাতন্ত্র পার্টির সদস্য বুশের ইরাকে নতুন সৈন্য পাঠানো নিয়ে আরেকটি প্রস্তাব দাখিল করেছেন, কিন্তু প্রস্তাবের কথা একটু নরম এবং ঠেস দিয়েছে যে, নতুন সৈন্য পাঠানো বিষয়ে কিছু পরিবর্তন করতে পারে ।
|