দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী আজিজ পাহাদ ২৪ জানুয়ারী বলেছেন, দক্ষিণ আফ্রিকা চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের রাষ্ট্রীয় সফর প্রত্যাশা করে। তিনি মনে করেন, হু চিন থাওয়ের আফ্রিকার আটটি দেশ সফর আফ্রিকা ও চীনের সম্পর্ক ,দক্ষিণ আফ্রিকা - চীন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের সহযোগিতা সম্পর্ক আরো ভালোভাবে ত্বরান্বিত করবে।
তিনি বলেছেন, এবারের সফর হচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের পর আফ্রিকা ও চীনের এক গুরুত্বপূর্ণ কাজ। সফরকালে হু চিন থাও দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে আফ্রিকা ও চীনের সম্পর্ক, আফ্রিকার সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। এটি গত বছরের শীর্ষ সম্মেলনের ব্যাপক সাফল্য বাস্তবায়নের পথ সৃষ্টি করবে। যাতে দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা আরো সম্প্রসারণ করা যায়।
|