রাজা জ্ঞানেন্দ্র ১৯৪৭ সালের ৭ জুলাই কাঠমুন্ডুতে জন্ম গ্রহণ করেন। তিনি হচ্ছেন প্রয়াত রাজা বীরেনদ্রের ভাই। ১৯৬৯ সালে তিনি কাঠমুন্ডু ক্রিভূবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। পরে তিনি ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
২০০১ সালের ১ জুন সন্ধায় নেপালের রাজপ্রাসাদে এক রক্তাক্ত ঘটনা ঘটে। রাজ পরিবারের দশজনেরও বেশি সদস্য এই ঘটনায় নিহত হয়েছেন। জ্ঞানেন্দ্র ৪ জুন শাহ রাজবংশের দ্বাদশ রাজায় পরিণত হয়েছিলেন।
জ্ঞানেন্দ্র ১৯৭৫ সালে এবং ১৯৯৪ সালে চীন সফর করেছেন। ২০০২ সালের জুলাই মাসে তিনি চীনে রাষ্ট্রীয় সফর করেছেন। ২০০৫ সালের এপ্রিল মাসে তিনি বোও এশীয় ফোরামে উপস্থিত ছিলেন।
|