২৪ জানুয়ারী পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় কর আদায় ব্যুরো সূত্রে জানা গেছে , ২০০৬ সালে চীনের কর আদায় ২০০৫ সালের তুলনায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে । এটা আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নির্ভরযোগ্য আর্থিক নিশ্চয়তা যুগিয়েছে । ভবিষ্যতে চীনে কর আদায় বিষয়ক বেশ কয়েকটি সংস্কার চালানো হবে । এতে কর আদায়ের মাধ্যমে অর্থনীতি ও আয় বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে ।
পরিসংখ্যান অনুযায়ী , ২০০৬ সালে চীনের কর আদায় ২০০৫ সালের তুলনায় ২১ শতাংশ বেড়ে ৩.৭৬ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । ২৪ জানুয়ারী অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রীয় কর ব্যুরোর মহাপরিচালক সিয়ে স্যু রেন গত বছর চীনের কর আদায় বৃদ্ধির কারণ প্রসঙ্গে বলেছেন ,
এ থেকে বোঝা যায় যে , চীনের জাতীয় অর্থনীতি টেকসই ও দ্রুতভাবে বেড়েছে , শিল্প প্রতিষ্ঠানের মুনাফা বিপুলমাত্রায় বৃদ্ধি পেয়েছে , ব্যাপক জনসাধারণের আয়কর জমা দেয়ার চেতনা ক্রমাগতভাবে উন্নত হয়েছে এবং করের আয় স্থিতিশীল ও দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কর আদায়ের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হয়েছে । এর পাশাপাশি চীনের বিভিন্ন স্তরের কর আদায় বিভাগ কার্যকরভাবে কর আদায়ের ব্যবস্থা জোরদার করেছে । ফলে কর আয় স্থিরগতিতে বেড়ে গেছে।
সিয়ে স্যু রেন বলেছেন , গত বছর থেকে চীনের কর আদায় স্থিতিশীল ও দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । দেশের আর্থিক শক্তি জোরদার হয়েছে এবং গণ পরিসেবার মানও উন্নত হয়েছে । এর পাশাপাশি চীনের কর আদায় বিভাগ কর আদায় বিষয়ক বেশ কিছু সংস্কারও চালিয়েছে । গত বছর কর আদায় বিভাগ সক্রিয়ভাবে সংশোধিত নাগরিকদের কর জমা দেয়া সংক্রান্ত আইন চালু করেছে , ক্রেতাদের আয়কর জমা দেয়া বিষয়ক ব্যবস্থার সংস্কার করেছে , কর আদায়ের ব্যাপারে নিয়ন্ত্রণ ও সুবিধামূলক নীতি বাস্তবায়িত করেছে এবং রফতানি দ্রব্যের কর কমানো সংক্রান্ত নীতি পূর্ণাঙ্গ করে তুলেছে ।
তিনি বলেছেন , এ বছর চীন অব্যাহতভাবে কর আদায়ের ব্যাপারে বিভিন্ন সংস্কার আরো গভীরে নিয়ে যাবে এবং অর্থনীতি ও আয় বন্টনের ব্যাপারে কর আদায়ের ভূমিকা আরো সুষ্ঠুভাবে পালন করবে ।
জানা গেছে , এ বছর চীনের কর আদায় বিষয়ক সংস্কারের অন্যতম কর্মসূচী হল দেশী ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের কর জমা দেয়ার একই মানদন্ড নির্ধারণ করা । বর্তমানে কর জমা দেযার ব্যাপারে প্রচলিত দেশী ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের দ্বৈত ব্যবস্থা ১৫ বছর আগে শুরু হয় । এই কাঠামোতে দেশী শিল্প প্রতিষ্ঠানের কর জমার হার বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের দ্বিগুণ । চীনের রাষ্ট্রীয় কর আদায় ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং লি বলেছেন , ডাবলিওটিও'তে চীনের অংশ নেয়া আর বাজার অর্থনীতি পূর্ণাঙ্গ করে তোলার পাশাপাশি এই ধরনের ব্যবস্থা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ন্যায়পরায়ন প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুকূল হবে না । এতে বেশ কিছু বিরোধ ও সমস্যা হতে পারে । সুতরাং চীন দেশী ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের একই কর জমার হার নির্ধারণ সংক্রান্ত আইন প্রণয়ন করবে । ওয়াং লি বলেছেন , সেজন্য চীন দেশী ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের কর জমা দেয়া সংক্রান্ত খসড়া আইন প্রণয়ন করেছে ।
এই খসড়া আইন প্রণয়নের ক্ষেত্রে চীনের রাষ্ট্রীয় কর আদায় ব্যুরো সমাজের বিভিন্ন মহলের মতামত সংগ্রহ করেছে । খসড়া প্রণয়নের জন্য রাষ্ট্রীয় কর আদায় ব্যুরো চীনে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের মতামতের ওপর ব্যাপক মনোযোগ দিয়েছে । আলোচনা ও অনুমোদনের জন্য এ বছরের মার্চ মাসে এই খসড়া আইন চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের কাছে অর্পণ করা হবে ।
জানা গেছে , কর জমার ব্যাপারে চীন অব্যাহতভাবে পিছিয়ে-থাকা পশ্চিমাংশ আর উত্তর পূর্ব চীনের পুরনো বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেবে । এটা বিভিন্ন অঞ্চলের অর্থনীতির উন্নয়নের সমন্বয় , জ্বালানী সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষার জন্য অনুকূল হবে ।
|