প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে শ্রোতাবন্ধুরা চলুন, পছন্দের গানগুলো উপভোগ করা যাক।
বাংলাদেশের গাইবান্ধা জেলার মাজেদুল ইসলাম বিপ্লব আমাদের অনুষ্ঠানে রুনা লায়নার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, বন্ধু, একসঙ্গেঁ "বন্ধু তিনদিন তোর"নামে রুনা লায়নার কন্ঠে গানটি শুনি।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার গাবগাছী গ্রামের সুরন্জনা বিশ্বাস তাঁর চিঠিতে লিখেছেন, চাওয়া পাওয়া য় আমার অনুরোধের গানটি দয়া করে বাজাবেন। শিল্পী নচিকেতার যে কোন একটি বা চীনা শিল্পীর কন্ঠে বাংলা গান প্রচার করলে বাধিত হব। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার অনুরোধ পূরণ করছি। একসঙ্গেঁ "কোলকাতা"নামে নচিকেতার গাওয়া গানটি শুনি।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের ফালগুনী রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক সুলতান মাহমুদ (ফাগুন) আমাদের অনুষ্ঠানে আসিফের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। বাংলাদেশের বগুড়া জেলার সোনাপুর গ্রামের প্রিয় জন্মভূমি বেতার শ্রোতা সংঘের সম্পাদক মো: আশাদুল ইসলামও আসিফের কন্ঠে একটি গান শুনতে চেয়েছে। গানের কলি হচ্ছে ও পাষানি বলে যাও কোন ভালবাসানি। কিন্তু আমি খুব দুঃখিত। গানটি আমাদের কাছে নেই। তাই "তুমি আমার"নামে হাসিফের গাওয়া আরেকটি সুন্দর গান শোনাচ্ছি। আশা করি, শ্রোতাবন্ধুরা পছন্দ করবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বড় খারচর গ্রামের ফুল-কুড়ি বেতার শ্রোতা সংঘের মো: জালাল আহমেদ আমাদের অনুষ্ঠানে শিল্পী আকবরের গাওয়া "তোমার হাত পাখার বাতাসে"নামে গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, বন্ধুরা, একসঙ্গেঁ গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|