v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-24 18:50:22    
রাশিয়া ও ভারতের মধ্যে সামরিরাশিয়া; ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন নিবিড় হচ্ছেক সহযোগিতা দিন দিন নিবিড় হচ্ছে

cri
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারী ভারত সফর করবেন। সফরকালে দু' দেশের মধ্যে কয়েকটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। এর আগে ভারতের সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষারকারে পুটিন বলেছেন, তিনি আশা করেন, তাঁর এরারের ভারত সফরের মাধ্যমে সামরিক , আর্থ-বাণিজ্যিক সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতা আরও গভীরতর ও সুসংবদ্ধ হবে। বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন নিবিড় হচ্ছে।

    জানা গেছে, ভারত সফর করার সময়, পুটিন ভারতের সঙ্গে কয়েকটি বড় অঙ্কের অস্ত্র কেনার অর্ডারে স্বাক্ষর করবেন। এ সব অডার অনুযায়ী, ভারত রাশিয়ার কাছ থেকে ৮৬ কোটি মার্কিন ডর্লারের সমান ৩০০টি টি--৯০ ট্যাংক কিনবে। এর সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত 'মিগ' জঙ্গী বিমান পরিবারের নতুন সদস্য---সবচে উন্নত ডিজাইনের 'মিগ--৩৫ কেনার জন্যে ভারতকে রাজি করানোর চেষ্টা করা হবে। এই ডিজাইনের জঙ্গি বিমান মিগ --২৯ জঙ্গি বিমানের নতুন সংস্করন । এ ডিজাইনের জঙ্গি বিমানের লড়াইয়ের ক্ষমতা আগের চাইতে বিপুল মাত্রায় বেশী। এ ডিজাইনের জঙ্গী বিমান তৈরী করতে অপেক্ষাকৃত কম খরচ হয়। বতর্মানে ভারতের বিমান বাহিনীতে কমপক্ষে এক হাজারটি মিগ ডিজাইনের জঙ্গী বিমান রয়েছে। একটি খবরে বলা হয়েছে, রাশিয়া ও ভারত সরকারের মধ্যকার সামরিক প্রযুক্তি সহযোগিতা কমিশনের ষষ্ঠ অধিবেশন ২৪ জানুয়ারী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়। দু'দেশের মধ্যে রাশিয়ার অনুমোদনে ভারতে মিগ---২৯ জঙ্গি বিমান তৈরীর সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তি অনুযায়ী, রাশিয়ার অনুমোদনে ভারত মিগ---২৯ জঙ্গি বিমানের ইনজিন তৈরী করবে। এ থেকে বুঝা যায়, ভারত রাশিয়ার মিগ ---২৯ জঙ্গি বিমানের প্রজন্ম বাড়ানোর কাজে যোগ দেবে।

    প্রেসিডেন্ট পুটিনের সফরের প্রস্তুতি নেওয়ার জন্য এর আগে ভারতে পৌঁছানো রাশিয়ার উপ প্রধান মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সেরগেল ইভানোভ      বাংগালোরে বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন বাস্তবায়ন করা দু'দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারত বতর্মানে বিশ্বের এক মাত্র দেশ যার সঙ্গে রাশিয়া উচ্চ মানের সামরিক প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা চালিয়ে এসেছে। এখন ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারী দেশ। তিনি বলেছেন, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল। ২০১০ সাল নাগাদ দু'দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যের পরিমাণ এক হাজার কোটি মার্কিন ডলার্রে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।

   বাংগোলোরকে ভারতের ' বিজ্ঞান নগর' বলে গণ্য করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরেগেল ইভানোভ এই নগর সফরের সময় বলেছেন, প্রেসিডেন্ট পুটিন ভারত সফর করার সময় দু'দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে ভারত গোনাস পৃথিবী জুড়ে উপগ্রহ পরিচালনা ব্যবস্থা উন্নয়নে অংশ গ্রহণের চুক্তি স্বাক্ষরিত হবে। ভবিষ্যতে রাশিয়ার গ্রোনাস পৃথিবী জুড়ে উপগ্রহ পরিচালনা ব্যবস্থা ভারতকে সেবা করবে। ভারত স্বদেশের বহনকারী রকেটের সাহার্য্যে রাশিয়ার এই উপগ্রহ উতক্ষেপন করবে। এ ক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে করেন, এই ব্যবস্থা বতর্মানে ব্যাপকভাবে ব্যবহৃত মার্কিন জি পি এস পৃথিবী জুড়ে উপগ্রহ স্থির ব্যবস্থার প্রবল প্রতিযোগি হবে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এবার পুটিন ভারত সফর করার সময়, দু পক্ষ চলতি বছর দু'দেশের মধ্যে যুক্ত সামরিক মহড়া অনুষ্ঠানের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরেগেল ইভাননোভ ভারতের সঙ্গে সামরিক মহড়া অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। দু পক্ষের মধ্যে সামরিক মহড়ার পরিকল্পনা সম্পর্কের এক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।