২০০৬ সালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশ এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মূল্য ২১.৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
সংবাদদাতারা সম্প্রতি খুনমিংয়ের শুল্ক বিভাগ সূত্রে এ খবর জানতে পেরেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইউননান নিজের সুবিধা ব্যবহার করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করেছে। ভারত এবং বাংলাদেশ হচ্ছে ইউননানের প্রধান বাণিজ্যিক অংশীদার। জানা গেছে, গত বছর ইউননান প্রদেশ ও ভারতের বাণিজ্য মূল্য ছিল ১৪ কোটি মার্কিন ডলার এবং ইউননান প্রদেশ ও বাংলাদেশের বাণিজ্য মূল্য ছিলো ৬.৫ কোটি মার্কিন ডলার।
|