লেবাননের বিরোধী দলের সমর্থনকারীরা ২৩ জানুয়ারী লেবাননের কিছু এলাকায় ব্যাপক ধর্মঘট পালন করেছেন। লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা এ দিন রাতে রাজধানী বৈরুতে বলেছেন, তিনি কখনও বিরোধী দলকে দেশের স্থিতিশীলতা ধ্বংসের সুযোগ দেবেন না। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় লেবাননের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক মতভেদ সমাধানের তাগিদ দিয়েছে।
সিনিওরা এক টিভি ভাষণে বলেছেন, বিরোধী দলের ধর্মঘট যাবতীয় সীমা অতিক্রম করেছে। জনগণ ভয়ংকর যুদ্ধ যুগে আবার ফিরে এসেছেন। তিনি বিরোধী দলের কাছে ধর্মঘট শেষ করা এবং সংলাপ আবার শুরু করার আহ্বান জানিয়েছেন। যাতে নতুন আস্থা স্থাপন করা এবং দেশের ঐক্য বাস্তবায়ন করা যায়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন লেবাননের সংশ্লিষ্ট পক্ষের কাছে গণতান্ত্রিক ধরণ এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভেদ সমাধানের তাগিদ দিয়েছেন। তিনি আবার জোর দিয়ে বলেছেন, জাতিসংঘ লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব সমর্থন করবে।
আরব লীগের মহাসচিব আমর মাহমুদ মুসা লেবাননের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অভ্যন্তরীণ সংকটের অবনতি ঘটানোর যাবতীয় অভিযান বন্ধ করার তাগিদ দিয়েছেন। যাতে বর্তমানের রাজনৈতিক সংকট সমাধানের জন্যে শর্ত সৃষ্টি করা যায়।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র জার্মানী লেবাননের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। যাতে সশস্ত্র সংঘর্ষের মারাত্মক হয়ে উঠা এড়ানো যায়।
|