চীনের জাতীয় কর ব্যুরোর উপপ্রধান ওয়াং লি ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , চীনের দেশীয় ও বিদেশী অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয়কর আদায় ক্ষেত্রে চীনের সংশ্লিষ্ট বিভাগ বিদেশী অর্থনিবিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানসহসমাজের বিভিন্ন মহলের মতামত শুনেছে ।
জানা গেছে , ১৫ বছর আগে থেকে চীনের শিল্পপ্রতিষ্ঠান ও বিদেশী অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয়কর দুই হারে আদায় করা হয়। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয়কর বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের প্রায় দ্বিগুন । ওয়াং লি বলেছেন , এ ধরনের ব্যবস্থা বিদেশী পুঁজি আকর্ষনে অনুকুল ছিল । কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তির পর চীনের বাজার অর্থনীতি ব্যবস্থা ক্রমেই পরিপূর্ণ হচ্ছে। আয়কর আদায়ের দ্বিবিধ মানদন্ড শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতার পক্ষে অনুকূল নয় , এ থেকে কিছু দ্বন্দ্ব ও সমস্যাও দেখা দিয়েছে । কাজেই সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন মহলের মতামত শোনার ভিত্তিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর একীভূত আয়কর আইন প্রণয়ন করেছে । এ আইন পর্যালোচনার জন্য আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে দাখিল করা হবে ।
|