 চীনের পূর্ত মন্ত্রী ওয়াং কুয়াং থাও ২৪ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , এ বছর চীনের সব শহরে সস্তায় বাড়ী ভাড়ার ব্যবস্থা নেয়া হবে । তিনি জোর দিয়ে বলেছেন , নাগরিকদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব । বিভিন্ন জায়গার পৌর সরকারকে স্বল্প আয়ের পরিবারের জন্য সস্তায়বাড়ী ভাড়ার ব্যবস্থা নিতে হবে । স্বল্প আয়ের পরিবারগুলোর চাহিদা মেটানোর জন্য সরকারকে একঘর অথবা দুই ঘরের ছোট ফ্ল্যাট বাড়ী তৈরী করতে হবে এবং পুরনো বাড়ী ক্রয় করে পুনর্নিমান করতে হবে । তা ছাড়া শহরে কর্মরত গ্রামীণ শ্রমিকদের থাকার অবস্থাও উন্নত করতে হবে ।

একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত চীনে মোট ২৭৪ টি শহরে সস্তা ভাড়ার বাড়ীর ব্যবস্থা নেয়া হয়েছে ।
|