২০০৬ সালে চীন বিশ্বের চতুর্থ পর্যটন দেশে পরিনত হয়েছে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর পরিচালক শাও ছি ওয়ে সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইকৌ শহরে অনুষ্ঠিত ২০০৭ সালে চীনের পর্যটনের এক কর্ম সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি বলেছেন, গত বছর চীনে আসা পর্যটকদের সংখ্যা ১২.৫ কোটি এবং চীনে রাত্রিযাপন করা পর্যটকের সংখ্যা ছিল ৪.৯৯১ কোটি।
তিনি আরো বলেছেন, চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ বিনিময় এবং ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস ও ২০১০ সালের শাংহাই বিশ্ব প্রদর্শনীতে আসা পর্যটকদের জন্য পর্যটন ক্ষেত্রের আরো উন্নয়ন করা হবে।
|