২৩ জানুয়ারী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যান তেং সিয়াওকাং লাসায় অনুষ্ঠিত তিব্বতের ব্যবসা বিষয়ক এক সম্মেলনে বলেছেন, চলতি বছর তিব্বতের সঙ্গে দক্ষিণ এশিয়ার সংযুক্ত সড়কের নির্মাণ কাজ যথা সম্ভব দ্রুততর করবে এবং সক্রিয়ভাবে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বিনিময়কে জোরদার করবে ।
তিব্বতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালে তিব্বতের বাণিজ্যের পরিমাণ ২৯ কোটি মার্কিন ডলার, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি ।
২০০৬ সালের পয়লা জানুয়ারী ছিংহাই-তিব্বত রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । চীন ও ভারতের সঙ্গে তিব্বতের রিকাচো অঞ্চলের ইয়াতোং জেলা থেকে ভারতের সিকিমের নাথু লা পাস পর্যন্ত বন্ধ থাকা ৪৪ বছরের পথটি পুনরায় উন্মুক্ত করেছে । পরিবহনের খরচও অনেক কমেছে । তারপর , তোংছিংকাং অস্থায়ী সীমান্ত বাণিজ্য বাজার পরিকল্পিতভাবে ব্যবহৃত হয়েছে, চীন দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যিক পথের নির্মান কাজ দ্রুততর করেছে ।
তিনি আরো বলেছেন, তিব্বত সীমান্তের সুবিধা ব্যবহার করে বন্দরের ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণ জোরদার করবে , তিব্বতের বৈদেশিক বাণিজ্য উন্মুক্তকরণের অবস্থা সৃষ্টি করবে ।
|