জর্দানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় ২৩ জানুয়ারী আম্মান সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে দু'দেশের সম্পর্ক ও মধ্য-প্রাচ্যের পরিস্থিতি নিয়ে এক বৈঠক করেছেন। দু'পক্ষ জোর দিয়ে বলেছে, মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়সঙ্গতভাব ফিলিস্তিনের সমস্যার সমাধান করা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
দু'দেশের নেতৃবৃন্দ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, দু'পক্ষ মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ প্রস্তাবের কাঠামোয় ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করছে। তারা ইসলামী দেশগুলোকে এই প্রস্তাবের সমর্থন কার্যকরভাবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।
মুশাররফ আরো বলেছেন, বর্তমানে মধ্য-প্রাচ্য অঞ্চলে সংঘর্ষ ও সন্ত্রাসের ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়টি মোকাবেলার জন্য ইসলামী দেশগুলোর উচিত আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হওয়া।
|