জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৩ জানুয়ারী সিদ্ধান্ত নিয়েছে যে, নেপালে জাতিসংঘ বিশেষ দল গঠন করবে। যাতে নেপালের শান্তি প্রক্রিয়ার তত্ত্বাবধান ও বাস্তবায়নে সহায়তা করা যায়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ দলে ১৮৬জন সামরিক পর্যবেক্ষক এবং ৬০জন বেসামরিক কর্মকর্তাকে নিয়ে গঠিত হবে। বিশেষ দলের কার্য-মেয়াদ হবে একবছর। কার্য-মেয়াদ শেষে নিরাপত্তা পরিষদ নেপালের সংশ্লিষ্ট পক্ষের ইচ্ছা অনুযায়ী বিশেষ দলের কার্য-মেয়াদ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে। এই বিশেষ দল হচ্ছে নেপালের সরকার ও সরকার বিরোধী সশস্ত্র দলের অনুরোধে নিরাপত্তা পরিষদের গঠন করা দল। এই দল শান্তি চুক্তি কার্যকরের ব্যাপারে তত্ত্বাধান করবে এবং নেপালের নির্বাচনে সাহায্য করবে।
|