 ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জানুয়ারী এক বিবৃতিতে সোমালিয়া থেকে প্রথম দফায় তাদের ২০০ জন সৈন্যকে প্রত্যাহার করার কথা জানিয়েছে।

উগান্ডা, মালাউই এবং নাইজেরিয়াসহ আফ্রিকান ইউনিয়নের সদস্যদেশগুলোকে নিয়ে এ গঠিত শান্তি রক্ষী বাহিনী এক সপ্তাহের মধ্যেই ইথিওপিয়ার বাহিনীর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবে। যাতে সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারের চলমান পরস্থিতি স্থিতিশীল করার জন্যে সহায়ক হয়।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, সৈন্য প্রত্যাহার ব্যাপারে ইথিওপিয়া সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারের সৈন্যদের সঙ্গে সহযোগিতা করেছে। এর ফলে সোমালিয়ায় ইথিওপিয়ার সৈন্যবাহিনীর ক্ষমতা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
|