v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-23 21:05:59    
যুব সঙ্গীত শিল্পী ছেন সুই

cri
    বিংশ শতাব্দীর আশির দশকে ছেন সুই'র জন্ম হয়। তিনি একজন খুব জনপ্রিয় হিপ-হোপ সঙ্গীত শিল্পী।

    এখন যে গানটি আপনারা শুনছেন তা হলো ছেন সুই'র একটি হিপ-হোপ গান। এই গানের মধ্য দিয়ে যুবক-যুবতীদের প্রেমের কথা প্রকাশ পেয়েছে।

    ছেন সুই উত্তর-পূর্ব চীনের হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরে জন্ম প্রগণ করেন। হাই-স্কুলের পড়াশোনার পর বক্সিংয়ে তার ভীষণ আগ্রহ থাকায় তিনি একজন পেশাগত বক্সার হয়েছেন। এর পরবর্তি সময়ে আবার পুলিশ স্কুলে পড়াশোনার পর একজন আন্টি-র্যায়েট পুলিশ হয়েছেন।

    কিন্তু নাচ গানের উপরে তার আগ্রহ কখনো কমে যায় নি। ২০০০ সালে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। এতে ছেন সুই তার চমত্কার গানের মাধ্যমে সফল হয়ে দক্ষিণ কোরিয়ার একটি ব্যান্ডের সদস্য হিসেবে যোগ দিয়েছেন। এই অভিজ্ঞতা সম্পর্কে ছেন সুই বলেছেন:

   "প্রায় ১ লাখ সংগীত প্রিয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গোটা প্রক্রিয়াটি শেষ করতে ছয় মাস সময় লেগে। অবশেষ দশ জন জয়ী হয় এদের তিনটি গ্রুপে বিভক্ত করে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে সেখানে প্রশিক্ষণ দেয়া হয়। আমিও সেখানে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ কালে ভিষণ চাপের মধ্যে ছিলাম। কঠোর পরিশ্রম না করলে যে কেউ আমাকে পরাজিত করতে পারে।"

    নিরলস প্রচেষ্টার পর ছেন সুই টিএনটি ব্যান্ডের প্রধান গায়ক নির্চাচিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ায় এখন তারা খুবই জনপ্রিয় । পাশা পাশি তিনি নাচ ও গানের প্রশিক্ষণও নিয়েছেন। তিন বছর পর তিনি একজন অভিজ্ঞ হিপ-হোপ গায়কে পরিণত হতে সক্ষম হয়েছেন।

    ২০০৩ সালে ছেন সুই চীনে সংগীতের উন্নয়নের পথ বেছে নেয়। পরে তার প্রথম এলবাম "ছেন সুই ভিএস পুষ্পাধার" প্রকাশিত হয়। এই এলবামে হিপ-হোপ, আরবান, সিম্ফনি-সহ পশ্চিমা দেশের বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতের মিশ্রন সুন্দরভাবে ফুটে উঠেছে। তা চীনের সঙ্গীত মহলে নতুন প্রাণ চাঞ্চলের সুষ্টি করেছে।

    এ পর্যন্ত ছেন সুই-এর তিনটি এলবাম বেড়িয়েছে। প্রতিটিই সফলতা করেছে। তার গানে প্রধানত হিপ-হোপের স্টাইল রয়েছে এবং যা খুবই বৈশিষ্টময়। তিনি নিজেই গান লেখা সুরারোপকরাসহ গান গাইতে পারেন সুললিত কন্ঠে। তিনি মনে করেন নিজের তৈরী গান গাওয়ার সময় আরো ভালভাবে তা উপস্থাপন করা যায়।

    "আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে গান তৈরী করি। আমার দৃষ্টিকোণ ও স্টাইল অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকমের তাই আমার গানের মধ্যে আমি মনে করি একটি বৈশিষ্টময়তা আছে।"

    ছেন সু্ই'র গানে তার জীবনের গভীর ভালবাসা রয়েছে। তিনি তার গানের মাধ্যমে নিজের প্রেম ও স্বপ্ন প্রকাশ করার চেষ্টা করছেন। তার গান শুনে অনেকে মুগ্ধ হয়। গানের উপরে ছেন সুই নিজের আত্মবিশ্বাস রয়েছে। তিনি মনে করেন বিভিন্ন যুগে বিভিন্ন রকমের সাংস্কৃতিক বৈশিষ্ট থাকে, তা গানের ক্ষেত্রে নিজস্ব স্টাইলের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই স্টাইলের পরিবর্তনকে উপলব্ধি করতে না পারলে জনপ্রিয় হওয়া দূরে থাক শিল্পী হওয়াই কঠিন।

    বর্তমান ছেন সুই তার চতুর্থ এলবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই এলবামের সকল কাজ তিনি নিজেই করছেন। বয়স কম হলেও ছেন সুই কিন্তু খুব আত্মবিশ্বাসী। তিনি বলেছেন:

    "যদি মজা করে বলি তাহলে কন্ঠ শিল্পীদের মধ্যে আমার নাচ সব চেয়ে ভাল। নৃত্যের মধ্যে আমার হিপ-হোপ সবচেয়ে ভালভাবে ফুটে ওঠে। হিপ-হোপ গায়কীর মধ্যে আমার সঙ্গীত অনুপমভাবে তৈরী হয়ে যায়।"

    ছেন সুই গাড়ি চালাতে পছন্দ করেন। গাড়ি চালানোর সময় নিজের পছন্দের গান শুনে তিনি খুব উপভোগ করতে পারেন। তার অনেক গানই সাম্প্রতিক কালে তৈরী করা।