v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-23 20:43:51    
বতর্মানেএই ক্লাবেরসদস্য সংখ্যা বেড়েছে

cri
    বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা মো: বাইদু জামাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠানের একজন অসাধারণ ভক্ত শ্রোতা। কোন একটি অনুষ্ঠান শুনতে না পারলে মনে হয় আজ কোন কিছু একটা করা হয়নি। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে । আমি একজন স্কুলের ছাত্র। দিনের বেলায় পড়াশুনায় ব্যবস্ত থাকি। রাতে পড়াশুনা শেষ করে আমি রেডিওয়ের পাশে বসে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। ২০০১ সালের ১ ডিসেম্বর আমার গ্রামে একটি শ্রোতা ক্লাব প্রতিষ্ঠিত হয়। বতর্মানেএই ক্লাবেরসদস্য সংখ্যা বেড়েছে । আমরা মাঝে মাঝে এক সঙ্গে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি এবং অনুষ্ঠান নিয়ে আলোচনা করি। আমরা সবাই মনে করি যে, গত দু'বছরে সি আর আইএর বাংলা অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। বুঝা যায় আপনাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে বাংলা বিভাগের সকল কর্মী অনেক প্রচেষ্টা চালিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরামর্শ খুব দরকার।

    মাগুরা জেলার শ্রোতা আনামুল কবির তাঁর চিঠিতে লিখেছেন , আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আজ থেকে প্রায় ছয় বছর আগে থেকে আপনার অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি। কিন্তু পড়াশুনার চাপে আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারিনা। আপনাদের প্রতিটি অনুষ্ঠানই আমার খুব ভাল লাগে। যখন আপনাদের অনুষ্ঠান শুনি তখন আমি মন দিয়ে শুনি। এ সব অনুষ্ঠানের মধ্যে প্রত্যেক বুধবারের মুখোমুখি, প্রত্যেক শনিবারের মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি কখনও এ দু'টো অনুষ্ঠান শুনতে মিস করি না। আশা করি, সি আর আইএর বাংলা অনুষ্ঠান ভবিষ্যতে আরও সুন্দর হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। আপনি এত মন দিয়ে আমাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন বলে আমরা মুগ্ধ হয়েছি। আপনার মত এক জন শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আশা করি, আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কেননা. শ্রোতা বন্ধুদের সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।

    বগুড়া জেলার শ্রোতা এস এম, জিরাউল হক তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন

    নিয়মিত শ্রোতা। আমি সি আর আইএর সুন্দর ও হৃদয় পাগল করা অনুষ্ঠান শুনে আর আমি আপনাদের অনুষ্ঠানের লোভ সামলাতে পালাম না। তাই এক দিন হঠাত করে মনে বড় সাহস নিয়ে লিখতে বসলাম সি আর আইএর কাছে। আশা করি আমার এই সামান্য লেখাটুকু আপনাদের অনুষ্ঠানে স্থান পাবে নিশ্চয়। আমার মনে হয়,সি আর আইএর অনুষ্ঠানের মান অন্য বেতার চ্যানেলের চাইতে ভিন্নতর ও বেশ ভাল। সি আর আইএর বাংলা অনুষ্ঠানের মধ্যে আমার বেশী ভালোলাগে অনুষ্ঠান হল, মুখোমুখি, এসো চীনা ভাষা শিখি, মিতালী ইত্যাদি। ভাইয়া ও ম্যাডাম, আপনাদের অনুষ্ঠান পরিচালনা খুব ভালোলাগে। আরও সুন্দর লাগে চীনা মেয়ে শিল্পীদের কন্ঠে বাংলা গান গাওয়া। আমি একজন ছাত্র। আমার চীনা ভাষা শিখার প্রচন্ড আগ্রহ আছে। আপনারা যদি আমাকে চীনা ভাষা শিখার জন্য বই দিতেন তাহলে আমি চীনা ভাষা তাড়াতাড়ি শিখতে পারতাম। এস এম জিয়াউল হক ভাই, ধন্যবাদ আপনি এত সুন্দর চিঠি লেখার জন্য। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। গত দু' বছরে আমাদের বাংলা অনুষ্ঠানের অনেক উন্নতি ঘটেছে। তা সত্ত্বেও আমাদের অনেক করবার আছে। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমাদের কঠোর চেষ্টা দরকার। অবশ্যই আমরা শ্রোতাদের আশাহত করবে না। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা করবো। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    ঝিনাইদহ জেলার শ্রোতা এস , এম মাসুদ রানা তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে।

    সিলেট জেলার শ্রোতা মো: নাসির খান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আইএর বাংলা অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগে। মুখোমুখি, মিতালী, সুরের ভূবন, বিশ্ব বিচিত্রা , আস চীনা ভাষা শিখি সহ অনুষ্ঠান আমার কাছে সবচে প্রিয় অনুষ্ঠান। গত বছর আমার গ্রামে কয়েক জন সদস্যকে নিয়ে গঠিত একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। বতর্মানে এ ক্লাবের সদস্য প্রায় ত্রিশ জন। আমরা মাঝা মাঝে এক সঙ্গে বসে সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। এক সঙ্গে শুনে খুব মজা লাগে। অবশ্যই আমাদের মধ্যে আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোচনাও হয়। আমাদের চিঠিগুলোতে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ ব্যাখ্যা করা হয়েছে।চীনা ভাষা শিখতে আমাদের কৌতুহল বেশী। কিন্তু দু:খের ব্যাপার হল এখন পযর্ন্ত চীনা ভাষা শিখার বই আমাদের হাতে পৌঁছে নি। হাতে একটি বই থাকলে চীনা ভাষা আরও তাড়াতাড়ি শিখে ফেলতাম। যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে চীনা শিখার বই পাঠাবেন তাহলে খুব খুশি হব। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি চিঠিতে চীনা ভাষা শিখার বই পাঠানোর অনুরোধ করেছেন। অনেক শ্রোতাও একই অনুরোধ করেছেন। কিন্তু ব্যাপার হল, এখন পযর্ন্ত আমাদের হাতেও এই বই নেই। থাকলে অনেক আগেই আপনাদের কাছে পাঠতাম। অবশ্যই এ বই ছাপানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এ সম্বন্ধে কতৃর্পক্ষের কাছে রিপোর্টও দাখিল করা হয়েছে। এখন পযর্ন্ত কতৃর্পক্ষের কাছে কোন সাড়া পাইনি। এটাও দু:খের কথা। উল্লেখ্য, চীনে বই ছাপানো খুব একটি সহজ কাজ নয়। কিন্তু এ ব্যাপারে আমাদের উদ্যোগ থামে নি। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    জামালপুর জেলার শ্রোতা সৈয়দ সহম্মদ মুসা তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন কলেজের ছাত্র। সব সময় পড়াশুনায় ব্যস্ত থাকি। কিন্তু আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। হাতের কাজ যত বেশী হোক না কেন, প্রত্যেক দিন আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতে মিস করি না। মেয়ে উপস্থাপকদের মিষ্টি মিষ্টি কন্ঠ শুনতে খুব ভাল লাগে। যদিও তারা বাংলাদেশীর মতো বলতে পারেন না তবুও তাদের মিষ্টি কন্ঠ আমার লাগে। অবশেষ একটি অনুরোধ। আমি তুমি সে পত্রিকান নতুন সংখ্যা আমাকে পাঠাবেন। প্রিয় বন্ধু, আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি আমাদের মেয়ে উপস্থাপকদের মিষ্টি কন্ঠ পছন্দ করেছেন বলে খুব খুশি। শুধু তাদের কন্ঠ ভাল তাই নয় দেখতেও সুন্দরী। তারা এখন বাংলা বিভাগের ভবিষ্যত। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোন পরার্মশ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন।