v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-23 19:15:59    
চীন সক্রিয়ভাবে আর্থিক বাজার ব্যবস্থার নির্মাণকাজকে ত্বরান্বিত করছে

cri
    গত কয়েক দিনে চীনে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম সংক্রান্ত আধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই কয়েকটি অধিবেশন সুত্রে জানা গেছে , ভবিষ্যতে চীন সক্রিয়ভাবে আর্থিক বাজার ব্যবস্থার নির্মাণকাজকে ত্বরান্বিত করবে , অব্যাহতভাবে শেয়ার বাজার ,ঋণপত্র বাজার ও বীমা বাজার পূর্ণাঙ্গ করে তুলবে এবং দ্রুতভাবে ব্যাংকিং শিল্পের সংস্কার করবে , যাতে আর্থিক বাজার চীনের অর্থনৈতিক গঠনকাজ ও সামাজিক বিকাশের জন্য আরো ভালভাবে পরিসেবা করতে পারে।

    এই কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশনের মধ্যে পাঁচ বছরে একবার চীনের রাষ্ট্রীয় আর্থিক কার্যক্রম সংক্রান্ত অধিবেশন এবং চীনের ব্যাংকিং আর শেয়ার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সংস্থার বার্ষিক কাজকর্ম অধিবেশন অন্তর্ভুক্ত ।

    শেয়ার ও ঋণপত্র বাজারসহ পুঁজি বাজার হল সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়নশীল ক্ষেত্র এবং গত কয়েক দিনে অনুষ্ঠিত আর্থিক কাজকর্ম অধিবেশনে অংশগ্রহনকারীদের একটি আকর্ষণীয় আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে । চীনের শেয়ার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শাওন ফু লিন বলেছেন ,

    চীন সার্বিকভাবে পুঁজি বাজার ব্যবস্থার নির্মাণকাজ ত্বরান্বিত করবে , দেশী-বিদেশী বাজারে চীনের বড় শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি সমর্থন করবে , অব্যাহতভাবে শেয়ার কোম্পানির গুণগত মান উন্নত করবে , সার্বিকভাবে বাজারের পুঁজি বিনিয়োগের মূল্য বাড়াবে এবং ব্যাপকভাবে কোম্পানির ঋণপত্র বাজার সম্প্রসারিত করবে ।

    ২০০৬ সালে চীনের শেয়ার বাজার দ্রুতভাবে প্রসারিত হয়েছে । গত দু'বছরে শেয়ার কোম্পানির শেয়ার অধিকার কাঠামোর সংস্কারের মাধ্যমে শেয়ার বাজারের অর্থ সংগ্রহ ও পুঁজি বিনিয়োগের ভূমিকা জোরদার হয়েছে । শাংহাই শেযার বাজারে ব্যাংক অব চায়না , চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংক , চীনের জীবন বীমা কোম্পানি ও চায়না এয়ার লাইন্সসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি চালু হওয়ার পর ব্যাপকভাবে বাজারের প্রতি জনগণের প্রত্যয় ও আগ্রহ উদ্বুদ্ধ করা হয়েছে । ফলে ২০০৬ সালে চীনের শাংহাই ও সেনচেনের শেয়ার বাজারের সূচক ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । গত বছরের শেষ নাগাদ এ দুই অঞ্চলের শেয়ার বাজারের মোট মূল্য ৯ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । তা চীনের জিডিপি'র ৫০ শতাংশ ।

    চীনের শেয়ার তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান শাওন ফু লিন বলেছেন , চীন বাজারে চীনের প্রধান প্রধান শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি উত্সাহ দেযার পাশাপাশি পুঁজি বাজারে মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের ক্ষেত্র প্রশস্ত করতে থাকবে , পুঁজি বাজারের কাঠামো সমৃদ্ধ করে তুলবে , শিল্প প্রতিষ্ঠানের ঋণপত্রের বিক্রি জোরদার করবে এবং শিল্প প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের মান উন্নত করতে থাকবে । চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির উপ-মহাপরিচালক চৌ ইয়ান লি বলেছেন ,

    চীন বীমা পরিসেবার রকমারি ও ক্ষেত্র সম্প্রসারিত করবে , জনগণের জন্য আরো ব্যাপক ও সুষ্ঠু পরিসেবা প্রদান করবে , বীমা পরিসেবার ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়নের চাহিদা মেটাবে , কৃষি , গ্রামাঞ্চল ও কৃষকদের বীমা পরিসেবা বিকশিত করবে , প্রবীণদের ও গণ স্বাস্থ্য বীমা পরিসেবা সম্প্রসারিত করবে । চীনের কেন্দ্রীয় ব্যাংকের মহাপরিচালক চৌ সিয়াও ছুয়াং আরো বলেছেন ,

    চীন কৃষি ব্যাংকের শেয়ার ভিত্তিক ব্যবস্থার দ্রুত সংস্কার করবে , কৃষি ব্যাংকের ক্ষেত্রে সার্বিকভাবে যাচাই করার ভিত্তিতে অচল ঋণ সমস্যা নিষ্পত্তির কাজ ত্বরান্বিত করবে । এই সংস্কার চালু হওয়ার পর কৃষি , গ্রামাঞ্চল ও কৃষকের ক্ষেত্রে বাজারের পরিসেবা আরো জোরদার করা হবে ।

    তিনি আরো বলেছেন , ব্যাংকের সংস্কার ত্বরান্বিত করার পাশাপাশি চীন অব্যাহতভাবে মুদ্রা বিষয়ক বিভিন্ন নীতি পূর্ণাঙ্গ করে তুলবে , রেনমিনপি'র বিনিময় হারের নমনীয়তা জোরদার করবে এবং আর্থিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় উন্নত করবে ।