চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মহা-পরিচাকলক মাউ সিনশেং ২৩ জানুয়ারী বলেছেন, ২০০৬ সালে চীনের শুল্ক কর আদায় প্রথম বারের মতো ৬০০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে গেছে। পূর্ববর্তী বছরের তুলনায় তা ১৫ শতাংশেরও বেশী।
তিনি পেইচিংয়ে অনুষ্ঠিত নিখিল চীন শুল্ক বিভাগের পরিচালক সম্মেলনে বলেছেন, শুল্কের সাধারণ মান অব্যাহতভাবে কমছে। ২০০৬ সালে আমদানি দ্রুত বাড়ছে বলে চীনের শুল্ক বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যেমন, ২০০৬ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি পূর্ববর্তী বছরের চেয়ে ২০ শতাংশ বেশী। তেলসহ বিভিন্ন বড় পণ্যের আমদানির দাম বেড়েছে বলে শুল্কের উত্স সম্প্রসারিত হয়েছে।
|