২২ জানুয়ারী চীনের শুল্ক সাধারণ প্রশাসনের এক সুত্র থেকে জানা গেছে, ২০০৬ সালে মেধা স্বত্ত্ব লংক্ষণকারী ২৪৭৩ টি মালপত্র শুল্ক বিভাগে ধরা পড়েছে। এ সব মালপত্রের মূল্য ২০ কোটি ইউয়ানের বেশী।
লোকেরা ডাক যোগাযোগের মাধ্যমে মেধা স্বত্ত্ব ক্ষতিকারী জিনিসপত্র রফতানি করে বলে গত বছরের আগাষ্ট মাস থেকে চীনের শুল্ক সাধারণ প্রশাসন ডাক যোগাযোগ ক্ষেত্রে বিশেষ অভিযান চালিয়েছে।
বিপুল পরিমাণ মেধা স্বত্ত্ব লংক্ষণকারী মালপত্র ধরা পড়ার ফলে আমদানি-রফতানি ক্ষেত্রে আইন লংক্ষণকারী আচরণ কার্যকরভাবে ঠেকানো গেছে। বতর্মানে অনেক শিল্প-প্রতিষ্ঠানকে প্রক্রিয়াকরণের অডার্র গ্রহণের সময় প্রথমে মালপত্রের মেধা স্বত্ত্ব সম্পর্কে খোঁজখবর নিতে হবে।
|