২২ জানুয়ারী জাতিসংঘের মহাসচিব বান কিমুন পুনরায় এক বিবৃতিতে গিনির বিভিন্ন পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘর্ষ নিরসণের আহ্বান জানিয়েছেন ।
তিনি গিনির হিংসাত্মক সংঘর্ষে লোকজন হতাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং গিনি সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন । তিনি গিনির সেনাবাহিনীকে সংযম বজায় রাখারও আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংঘর্ষ অবসানের তাগিদ দিয়েছেন ।
২১ জানুয়ারী তিনি এক বিবৃতিতে গিনির বিভিন্ন পক্ষকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ।
১০ জানুয়ারী থেকে গিনির ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র সংঘর্ষ ঘটছে । এ পর্যন্ত ২৭ বিক্ষোভকারী সংঘর্ষে প্রাণ হারিয়েছে।
|