ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২২ জানুয়ারী সিরিয়ার দামাস্কাসে বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন---হামাসের সঙ্গে ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকার গঠনের আলোচনা বন্ধ হয়ে গেলে তিনি নির্ধারিত সময়ের পূর্বেই ফিলিস্তিনের আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ করবেন।
সিরিয়া সফর শেষে এদিন তিনি বলেছেন, যদিও তিনি হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন।
এদিন ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলন ---ফাতাহ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন---হামাসের সঙ্গে এক বিবৃতিতে বলেছে, দু'পক্ষের প্রতিনিধি জাতীয় যৌথ সরকার গড়ে তোলার ব্যাপারে অব্যাহতভাবে বৈঠক করে যাবে। বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী বৈঠক ২৩ জানুয়ারী গাজায় অনুষ্ঠিত হবে।
|