v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-22 19:24:28    
আন্তর্জাতিক প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্যের বাণিজ্যে চীনের শিল্প প্রতিষ্ঠানের শক্তি বৃদ্ধি পাচ্ছে

cri
    সম্প্রতি চীনের বৃহত্তম লৌহ ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠান-পাও সান শিল্প গোষ্ঠী দু'দিনের মধ্যে বিশ্বের লৌহ জাতীয় খনিজ পদার্থ উত্পাদনকারী তিনটি বৃহত্ কোম্পানির সঙ্গে বৈঠক করেছে । বৈঠকে ২০০৭ সালে লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম নির্ধারণ করা হয়েছে । আন্তর্জাতিক প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্যের বাণিজ্যে চীনের শিল্প প্রতিষ্ঠান এই প্রথম বারের মতো দাম নির্ধারণের অধিকার লাভ করেছে । বিশেষজ্ঞরা মনে করেন যে , আন্তর্জাতিক প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্যের বাণিজ্যে চীনের প্রভাব ক্রমাগতভাবে বাড়ছে । কিন্তু এ থেকে বোঝা যায় নি যে , এই ক্ষেত্রে চীন প্রাধান্য অর্জন করেছে ।

    আন্তর্জাতিক প্রাথমিক প্রক্রিয়াকরনমূলক পণ্যদ্রব্যের বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বৈঠক সাধারণতঃ তীব্রভাবে চলে । লৌহ জাতীয় খনিজ পদার্থের বাণিজ্যে বিশ্বের তিনটি বৃহত্ লৌহ জাতীয় খনিজ পদার্থ উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠান- ব্রাজিলের সিভিআরডি কোম্পানি , অস্ট্রেলিয়ার বিএইচপি বিল্লিটন কোম্পানি ও হামার্সলে কোম্পানি বরাবরই লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম নির্ধারণের অধিকার নিয়ন্ত্রণ করে আসতো । দাম নির্ধারণ করতে হলে বিভিন্ন দেশের লৌহ ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে বৈঠক করতে হতো । এই বৈঠকের মাধ্যমে যে দাম নির্ধারণ করা হতো , তা অন্যান্য লৌহ ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হতো । পেইচিং লেনক্ লৌহ ও ইস্পাত তথ্য গবেষণাগারের বিশেষজ্ঞ স্যু সিয়াং ছুন মনে করেন যে , পাও সান লৌহ ও ইস্পাত শিল্প গোষ্ঠীকে কেন্দ্র করে চীনের লৌহ ও ইস্পাত শিল্প প্রতিষ্ঠানগুলো যে দাম নির্ধারণের অধিকার পেয়েছে , তা থেকে বোঝা যায় যে , আন্তর্জাতিক প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চীন একটি লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে ।

    বিশ্বের বৃহত্তম লৌহ জাতীয় খনিজ পদার্থ আমদানিকারী আর লৌহ ও ইস্পাত উত্পাদনকারী দেশ হিসেবে চীন ২০০৪ সালে লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম নির্ধারণের ব্যাপারে প্রথম বারের মতো কিছুটা অধিকার পেয়েছে । কিন্তু বৃহত্তম ক্রেতা হিসেবে চীনের শিল্প প্রতিষ্ঠানের প্রভাব দুর্বল ছিল । ২০০৫ ও ২০০৬ সালে লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম নির্ধারণ সংক্রান্ত বৈঠকে চীনের শিল্প প্রতিষ্ঠান বাধ্য হয়ে শতকরা ৭১.৫ ও ১৯ শতাংশ বৃদ্ধি হার গ্রহণ করে । ২০০৪ সাল থেকে প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্য আমদানির দাম বৃদ্ধির প্রভাবে চীনকে প্রতি বছর তেল , রৌল্ড ইস্পাত , সয়াবিন ও প্লাস্টিকসহ কাঁচামাল আমদানি করার জন্য আরো বেশি ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয় । এতে চীনের শিল্প প্রতিষ্ঠানের খরচ বেড়ে গেছে । স্যু সিয়াং ছুন বলেছেন , এবারের বিশ্বের লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম নির্ধারণের বৈঠকে চীন যে সাফল্য অর্জন করেছে , তাতে ভবিষ্যতে প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চীনের শিল্প প্রতিষ্ঠানের প্রাধান্য লাভের জন্য মূল্যবান অভিজ্ঞতা যোগানো হয়েছে ।

    প্রাথমিক প্রক্রিয়াকরণ পণ্যদ্রব্যের দাম নির্ধারণের অধিকার জয় করা চীনের শিল্প প্রতিষ্টানের নিজস্ব স্বার্থ সুরক্ষা করা এবং চীনের অর্থনীতির টেকসই ও সুষ্ঠু বিকাশের ওপর সুগভীর প্রভাব ফেলেছে । গত চার বছর ধরে আন্তর্জাতিক বাজারে লৌহ জাতীয় খনিজ পদার্থের দাম বিপুলমাত্রায় বৃদ্ধি পেয়েছে । সুতরাং স্যু সিয়াং ছুন প্রস্তাব করেছেন যে , চীনকে সার্বিক জরীপ ও নিয়ন্ত্রণের নীতি আরো গভীরে নিয়ে যেতে হবে এবং লৌহ ও ইস্পাত শিল্পের কাঠামো পুনর্গঠন করতে হবে ।

    পণ্যদ্রব্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিদ্বন্বিতার শক্তির দিক থেকে চীনের লৌহ ও ইস্পাত শিল্প এখনো পিছিয়ে রয়েছে । সুতরাং ভবিষ্যতে চীনের লৌহ ও ইস্পাত শিল্পের কাঠামো পুনর্গঠন করতে হবে , অভ্যন্তরীণ প্রাথমিক প্রক্রিয়াকরণমূলক পণ্যদ্রব্য লেনদেনের বাজার পূর্ণাঙ্গ করে তুলতে হবে এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য আরো নিরাপদ ও নির্ভরযোগ্য বাজার প্রদান করতে হবে ।