v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-22 19:04:29    
বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসে সাফল্য অর্জনের চেষ্টা করবে : চীনা প্রতিনিধি দল

cri

    ২৩তম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীণ গেমস ইতালির তোরিনোয় অনুষ্ঠানরত। চীনা প্রতিনিধি দল এবারের গেমসে অংশ নেয়ার লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন স্থানের যুবকদের সঙ্গে বিনিময় করা এবং সাফল্য অর্জনের চেষ্টা করা। এখন শুনুন এবারের গেমস সম্পর্কিত একটি প্রতিবেদন।

    ২৩তম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমস ১৭ থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত ইতালির তোরিনোয় অনুষ্ঠানরত। ৫০টি দেশ ও অঞ্চলের ১৫০০জনেরও বেশি খেলোয়াড় এবারের গেমসে অংশ নিচ্ছেন। এবারের গেমসে মোট ৭৩টি প্রতিযোগিতা রয়েছে।

     ৮ জানুয়ারী চীনা প্রতিনিধি দল পেইচিংয়ে গঠিত হয়েছে। প্রতিনিধি দলে ৭৮জন খেলোয়াড় রয়েছেন। তাঁরা শোর্ট-ট্র্যাক স্পীড স্কেটিং, স্পীড স্কেটিং, ফিগার স্কেটিং, ক্রোস-কাউন্ট্রি স্কি(cross-country skii) ও ফ্ল্যাটফর্ম স্কিসহ সাত প্রতিযোগিতায় অংশ নেবে। ৭৮জন খেলোয়াড় হার্বিন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, চিলিন ক্রীড়ি বিশ্ববিদ্যালয় ও শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়সহ উত্তর চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী।

(চাং তান আর চাং হাও)

    যদি চীনের বহু বিখ্যাত্ খেলোয়াড় জানুয়ারী মাসের শেষে অনুষ্ঠিতব্য ষষ্ঠ এশীয় শীতকালীন গেমসে অংশ নেবেন, তবুও এবারের বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসেও বেশী চীনের স্টার খেলোয়াড় রয়েছেন। যেমন ২০০৬ সালে তোরিনো শীতকালীন অলিম্পিক গেমসে পাইর স্কেটিংয়ে রানার্স-আপ চাং তান আর চাং হাও এবারের গেমসে অংশ নিচ্ছেন। দ্বিতীয় বার তোরিনোয় গিয়ে তিনি বলেছেন, 'তোরিনোয় আমার প্রচুর স্মরণ আছে। আমি ইতালি শুলে তোরিনো শীতকালীন অলিম্পিক ভাবি।'

    চাংতান ছিলেন তোরিনো শীলকালীন অলিম্পিক গেমসে একজন স্টার ছিলেন। তিনি পাইর স্কেটিংয়ের ফাইনালে মাটিতে পড়েন এবং গুরুতর আহত ছিলেন। কিন্তু তিনি সকল পরিবেশন সম্পন্ন করেন এবং রানার্স-আপ লাভ করেন। তাঁর সাহসি মোনোভাব সারা দর্শককে মৃগ্ধ করে। প্রতিযোগিতার পর, চাংতান তোরিনোয় দর্শকদের পছন্দ ছিলেন। তিনি তাঁর জুড়ির সঙ্গে দীর্ঘকালীন করতালির লাভ করেন।

    চাংতান আর তাঁর জুড়ি চাংহাও হন হার্বিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। গত বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসে তাঁরা পাইর স্কেটিংয়ে স্বর্ণপদক লাভ করেন। এবাএর তোরিনো বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসে তাঁদের লক্ষ্য হল আবার স্বর্ণপদক লাভ করা। চাংহাও বলেছেন, 'আমাদের লক্ষ্য হল চ্যাম্পিয়ন লাভ করা। বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমস আমাদের জন্য একটি মোনোভাবের পরীক্ষা। কারণ আমরা শীতকালীন অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন হয়েছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য আমাদের পর্যায় কম না, সেজন্য আমাদের স্বর্ণপদক লাভের সম্ভাবনা আছে।"

    ২০০৫ সালে অস্ট্রিয়ার ইনস্ব্রুকে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যায়লের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসে চীন তিনটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক ও আটটি ব্রোন্ঞ্জপদক নিয়ে নবম স্থানে রয়। চীনা প্রতিনিধি দলের সচিব ওয়াং কাং ব্যাখ্যা করেছেন যে, অনুষ্ঠানরত এবারের বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শীতকালীন গেমসে চীনের লক্ষ্য হল পাঁচটি স্বর্ণপদক অর্জনের চেষ্টা করা। তিনি বলেছেন, 'আমাদের দলের লক্ষ্য হল কমপক্ষে তিনটি স্বর্ণপদক অর্জন করা। কিন্তু আমরা পাঁচটি স্বর্ণপদক অর্জনের চেষ্টা করছি। এরমধ্যে ফিগার স্কেটিংয়ে একটি স্বর্ণপদক, মোর্ট-ট্র্যাক স্পীড স্কেটিংয়ে দুইটি স্বর্ণপদক ও স্পীড স্কেটিংয়ে দুইটি স্বর্ণপদক অর্জনের চেষ্টা করবো।'

  প্রতিযোগিতায় খেলোয়াড়রা সাফল্য অর্জনের চেষ্টা করা চীনা প্রতিনিধি দলের একটি লক্ষ্য। তাছাড়া, বিশ্বের বিভিন্ন স্থানের যুবকদের সঙ্গে বিনিময় জোরদার, চীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইতিবাচক ও প্রগতিশীল চিন্তাধারা প্রকাশ করা হল চীনা প্রতিনিধি দলের নীতি। চীনা প্রতিনিধি দল গঠিত অনুষ্ঠানে চীনের উপ শিক্ষামন্ত্রী চাং শেংসিন বলেছেন, 'প্রতিযোগিতা শুধু বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমসের এক বিষয়। আরেকটি আরো গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের খেলোয়াড়দের বিনিময় ও মৈত্রী জোরদার।'

    এখন তোরিনো বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন গেমস অনুষ্ঠানরত। আমরা একসাথে চীনা প্রতিনিধি দলের ওপর দৃষ্টি সজাগ রাখি। আমি আশা করি, চীন এবারের গেমসে সাফল্য অর্জন করবে।