v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-22 18:45:36    
১৬--২২ জানুয়ারী, ২০০৭

cri
নবম চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি বৈঠক শেষ

তিনদিনব্যাপী চীন ও ভারতের সীমান্ত সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি পর্যায়ের নবম বৈঠক ১৮ জানুয়ারী ভারতের রাজধানী নয়াদিল্লীতে শেষ হয়েছে।

চীনের বিশেষ প্রতিনিধি , উপ পররাষ্ট্রমন্ত্রী তাই বিং কুও ও ভারতের বিশেষ প্রতিনিধি , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোচেরিলরমান নারায়ানান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে দু'দেশের সীমান্ত সমস্যা সমাধানের উপায় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন ।

দু'পক্ষ একমত হয়েছে যে , পরবর্তী দফা বিশেষ প্রতিনিধি বৈঠক চীনের রাজধানী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । দু'পক্ষ কূটনৈতিক উপায়ে বৈঠকের সময় ঠিক করবে ।

১৭ জানুয়ারী , ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নয়াদিল্লীতে তাই বিং কুওর সঙ্গে সাক্ষাত্ করেছেন ।

নাইজেরিয়ায় ৫ চীনা কর্মী মুক্তি পেয়েছেন

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় ১৮ জানুয়ারী জানিয়েছে , নাইজেরিয়ায় অপহৃত ৫ জন চীনা কর্মী ১৭ তারিখে মুক্তি পেয়েছে ।

গত ৫ জানুয়ারী ৫ জন চীনা কর্মী নাইজেরিয়ায় অপহৃত হয় । চীনের নেতৃবৃন্দ এর ওপর বিশেষভাবে গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট বিভাগকে তাদেরকে মুক্ত করার নির্দেশও দেন । পররাষ্ট্র মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় ও নাইজেরিয়াস্থ চীনা দূতাবাস দ্রুত জরুরী পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা নেয় এবং অশশেষে এ পাঁচজন চীনা কর্মী ১৭ জানুয়ারী মুক্তি পেয়েছেন । চীন সরকার নাইজেরিয়ার সংশ্লিষ্ট বিভাগের সমর্থন ও সাহায্যের জন্য ধন্যবাদ জানায় ।

নাইজেরিয়াস্থ চীনা দূতাবাসের বিশেষ উদ্ধারকারী দল ১৭ জানুয়ারী জানিয়েছে , ৫ জন চীনা কর্মীর শরীরের অবস্থা মোটামোটি স্বাভাবিক রয়েছে ।

চীন-আসিয়া "পরিসেবা বাণিজ্য চুক্তি" দু'পক্ষের জন্য সহায়ক

১৭ জানুয়ারী সিংগাপুরের "লিয়ান হো চাও পাও" পত্রিকার সম্পাদকীয়তে আসিয়া ও চীনের স্বাক্ষরিত চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকার " পরিসেবা বাণিজ্য চুক্তির" ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে । সম্পদকীয়তে বলা হয় , দু'পক্ষ এর মাধ্যমে লাভবান হবে ।

সম্পাদকীয়তে বলা হয়েছে , চীন ও আসিয়ানের দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্যের বৃদ্ধি খুবই দ্রুত । দু'পক্ষের সহযোগিতার বিরাট সম্ভাবনা আছে । বিশেষ করে পরিসেবা শিল্পে চীন ও আসিয়ানের সহযোগিতার আরো উন্নত গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে ।

সম্পাদকীয়তে বলা হয়েছে , আসিয়ান ও চীন পর পর চীন -আসিয়ান অবাধ বাণিজ্য এলাকার "পণ্যদ্রব্য বাণিজ্য চুক্তি" ও "পরিসেবা বাণিজ্য চুক্তি" স্বাক্ষর করেছে । বর্তমানে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত চুক্তিগুলো নিয়ে দু'পক্ষ আলোচনা করছে । বর্তমানে দু'পক্ষের আলোচনার প্রতিক্রিয়া থেকে অনুমান করা যায় , দু'পক্ষের ২০১০ সালে বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য এলাকা নির্মাণের লক্ষ্য বাস্তবায়িত হবে ।

ভারত ও পাকিস্তানের সার্বিক সংলাপে অগ্রগতি অর্জিত হয়েছে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র লিউ চিয়ান ছাও ১৬ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত ও পাকিস্তানের সার্বিক সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। চীন তাকে স্বাগত জানিয়েছে।

ভারত ও পাকিস্তান সম্প্রতি বলেছে, ১৩ ও ১৪ মার্চ নতুন পর্যায়ের সার্বিক সংলাপ প্রক্রিয়া শুরু হবে।

এ সম্পর্কে লিউ চিয়ান ছাও বলেছেন, ভারত ও পাকিস্তানের সুপ্রতিবেশী, বন্ধু এবং অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে, ভারত ও পাকিস্তান দু'পক্ষই বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের মতভেদ সুষ্ঠুভাবে সমাধান করবে । যাতে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করা যায় ।

নেপালের সংশ্লিষ্ট পক্ষ শান্তি প্রক্রিয়া অব্যাহতভাবে ত্বরান্বিত করবেঃ চীনের মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৬ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে নেপালের সংশ্লিষ্ট পক্ষ শান্তি প্রক্রিয়া অব্যাহতভাবে ত্বরান্বিত করবে।

জানা গেছে, নেপালের অস্থায়ী সংসদ ১৫ জানুয়ারী সন্ধ্যায় অস্থায়ী সংবিধানের অনুমোদন দিয়েছে । সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এ সংবিধান এ দিন থেকেই কার্যকর হয়েছে ।

লিউ চিয়েন ছাও বলেছেন, চীন নেপালের শান্তি প্রক্রিয়ায় অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে। নেপালের সংশ্লিষ্ট পক্ষ দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের প্রচেষ্টাকে চীন স্বাগত জানিয়েছে। চীন আন্তরিকভাবে আশা করে, নেপালের সংশ্লিষ্ট পক্ষ শান্তি প্রক্রিয়া অব্যাহতভাবে ত্বরান্বিত করবে। যাতে নেপালের জনগণের জন্য কল্যাণকর ব্যবস্থা করা যায়। এ ছাড়াও যাতে এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ভূমিকা পালন করা যায়।

পাকিস্তানের প্রেসিডেন্ট পাক-আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে পরিচালনা জোরদারের নির্দেশ দিয়েছেন

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররাফ ১৫ জানুয়ারী পাকিস্তানের কর্মকর্তাকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে অবৈধ সীমান্ত অতিক্রম বন্ধ করার সুব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। যাতে সীমান্ত অঞ্চলের বেআইনী কার্যক্রম প্রতিরোধ করা যায়।

এদিন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে মুশাররাফ বলেছেন, ফেডারে স্বশাসিত উপজাতীয় এলাকা এবং বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া উচিত। যাতে সীমান্ত অঞ্চল অতিক্রমের বেআইনী কার্যক্রম প্রতিরোধ করা যায়। এর পাশাপাশি স্বশাসিত উপজাতীয় এলাকা পরিচালনার পদ্ধতিও জোরদার করা উচিত। যাতে চরমপন্থী ও বহিরাগত সশস্ত্র ব্যক্তিদের ওপর কার্যকরভাবে আঘাত হানা যায়।

ই ইউ'র দেশগুলোর চীনে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানিয়েছে: ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জীন-বাপ্টিস্টে মাত্তেই ১৯ জানুয়ারী বলেছেন, ফ্রান্স দৃঢ়ভাবে চীনে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাবে অবিচল থাকবে।

তিনি এদিন সংবাদদাতাদের কাছে বলেছেন, ই ইউ'র চীনে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা হল নির্দিষ্ট সময়ে রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত একটি প্রস্তাব। এখন এ প্রস্তাব অচল হয়ে গেছে এবং বর্তমান ই ইউ-চীন সম্পর্কের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফ্রান্স ই ইউকে চীনে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব দেয়।

তিনি আরো বলেছেন, ই ইউ'র চীনে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব হল একটি রাজনৈতিক প্রস্তাব। কিন্তু এতে ই ইউ'র দেশগুলোতে চীনের রফতানি করা অস্ত্রের মান ও সংখ্যা ব্যাপকভাবে উন্নত হওয়া প্রতীয়মান হবে না।

আব্বাসঃ যৌথ সরকার ব্যর্থ হলে নির্বাচন আগে আয়োজন করা হবে

ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৯ জানুয়ারি জোর দিয়ে বলেছেন, যদি হামাসের সঙ্গে গঠিত যৌথ সরকারের আলোচনা ব্যর্থ হয় তাহলে তিনি আগে নির্বাচন আয়োজনের দাবি জানাবেন। কিন্তু নির্বাচন আগে আয়োজন করলেও তা হামাস সরকারের বিরোধিতার জন্য নয় বলে তিনি বক্তব্য প্রকাশ করেছেন।

রামল্লায় সফররত ইইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি জাভিয়ার সোলানার সঙ্গে বৈঠককালে আব্বাস এই মত প্রকাশ করেছেন। পরে সংবাদ সম্মেলনে আব্বাস বলেছেন, ফিলিস্তিন এখন বিপদে আছে। তাকে উদ্ধার করার একমাত্র পদ্ধতি হলো একটি যৌথ সরকার গঠন করা।

আব্বাস আরো বলেছেন, ফাতাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে একটি গ্রহণযোগ্য যৌথ সরকার স্থাপন করবে কিনা তা নিয়ে হামাসের চিন্তা করা উচিত।

সোলানা বলেছেন, এবারের সফরের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষ বিমোচন করা এবং মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা।

১৮ ফেব্রুয়ারীর আগে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার আশা : যুক্তরাষ্ট্র

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের প্রধান ক্রিস্টোফার হিল ১৯ জানুয়ারী দক্ষিণ কোরিয়ায় বলেছেন , তিনি আশা করেন ১৮ ফেব্রুয়ারীর আগে পুনরায় ছ'পক্ষীয় বৈঠক শুরু করা সম্ভব হবে ।

হিল বলেছেন , বৈঠক আবার শুরু করার সময় চীনকে নির্ধারণ করতে হবে । যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় ঠিক করেছে , তবে আলোচনার স্থান ঠিক করে নি ।

হিল বলেছেন , ১৬ থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত জার্মানীর বার্লিনে তিনি ও উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান কিম গায়ে গুয়ানের মধ্যেকার বৈঠকটি খুব সহায়ক হয়েছে । উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১৯ জানুয়ারী বলেছেন , বৈঠকে দু'পক্ষ আলোচনার পর একটি চুক্তি স্বাক্ষর করেছে । তবে তিনি এ সম্পর্কিত বিস্তারিত কোন তথ্য জানান নি ।

জানা গেছে , হিল ১৯জানুয়ারী বিকালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুং মিন সুন ও দক্ষিণ কোরিয়ার ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধিদলের প্রধান চুন ইয়ুং উ'র সঙ্গে বৈঠক করে বার্লিন বৈঠকের তথ্য অবহিত করেছেন ।