২০০৬ সালে চীনের তিব্বত স্বয়ত্তশাসিত অঞ্চলে প্রচুর পরিমাণে বৈদেশিক বাণিজ্য হয়েছে। আমদানী ও রপ্তানি বাণিজ্যিক মূল্য ২৯ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ৪০ শতাংশেরও বেশী।
সংবাদদাতারা ২২ জানুয়ারী তিব্বতের লাসা শহরে অনুষ্ঠিত তিব্বতের বাণিজ্যিক কর্মসম্মেলনে এই তথ্য পেয়েছেন।
তিব্বত স্বয়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য দপ্তরের পরিচালক থান ইয়ুনকাও ব্যাখ্যা করে বলেছেন, ছিংহাই-তিব্বত রেলপথ চালু, চীন ও ভারতের সীমান্তে নাথু লা পাসের বাণিজ্যিক পথ আবার শুরু হওয়া প্রভৃতি তিব্বতের উন্মুক্তকরণ আরো সম্প্রসারণের জন্যে বেশী বাণিজ্যের সুযোগ এনে দিয়েছে।
তিব্বতের এবারের বাণিজ্যিক সম্মেলনে এই বছর তিব্বতের আমদানী ও রপ্তানি বাণিজ্যিক মূল্য ৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারিত হয়েছে।
|