২২ জানুয়ারী চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে , চীন নতুন বছরে সংখ্যালঘু জাতি অধুষিত অঞ্চলের স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা আরো উন্নত করার ব্যবস্থা নেবে । স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে , পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার অর্থবরাদ্দ ও নীতি প্রণয়নের দিকে সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে বেশি সুযোগসুবিধা দেবে , বিশেষ করে এইডস রোগ ও যক্ষাসহ সংক্রামক রোগের চিকিত্সা ও প্রতিরোধে সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলকে আরো বেশি সমর্থন দেবে । সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে অধিবাসীদের টিকা দেয়ার হার ও টিকার গুনাগতমান নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট অর্থবরাদ্ধ করবে ।
জানা গেছে , গত দু বছরে চীনের কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলের চিকিত্সা ব্যবস্থা উন্নত , প্রধান প্রধান রোগ প্রতিরোধ ও চিকিত্সা এবং সংখ্যালঘু জাতির ঐতিহ্যিক চিকিত্সা পদ্ধতি ও ওষুধ প্রসারে ৪.৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে , ফলে এ সব অঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষার মান লক্ষনীয়ভাবে উন্নত হয়েছে । তবে সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থার ভিত্তি দুর্বল , কাজেই এ ক্ষেত্রে এখনও অনেক সমস্যা রয়েছে ।
|