গাছের ফল প্রক্রিয়া করে জ্বালানী তেল তৈরীর জন্য চীন পরবর্তীকালে জ্বালানী বনের আয়তন বাড়ানোর প্রচেষ্টা চালাবে । ২০১০ সালে জ্বালানী বনের আয়তন ২০ লাখ একর হবে । এই সব গাছের ফল কাঁচা মাল হিসেবে ব্যবহার করে প্রতিবছর ৬০ লাখ টন ডিজেল তেল উত্পাদন করা হবে ।
চীনের জাতীয় বন ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা ২২ জানুয়ারী সি আর আইয়ের সংবাদদাতার সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , জ্বালানী বনের আয়তন বাড়ানো চীনের জ্বালানী সম্পদের ঘাটতি কমানো , কৃষকদের আয় বাড়ানো আর নিঃসৃত বিষাক্ত গ্যাসের পরিমান কমানোর জন্য কল্যানকর হবে । তিনি আরো বলেছেন , বর্তমানে চীনে মোট এক কোটি ৩৫ লাখ একর পতিত জমি এবং ২.৫ কোটি একর লোনা ও ক্ষারযুক্ত জমি আছে । এ সব জমি চাষের জন্য উপযোগী নয় ,তবে জ্বালানী গাছ লাগানো যায় ।
জ্বালানী বনের গাছগুলো দিয়ে ডিজেল তেল তৈরী ছাড়া সোজা জ্বালানী হিসেবে ব্যবহার করে বিদ্যুত উত্পাদনও করা যায় ।
|