v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-22 16:09:49    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১/২২

cri

 ছেন সুই উত্তর-পূর্ব চীনের হেই লুং চিয়াং প্রদেশের হারবিন শহরে জন্ম গ্রহণ করেন। তিনি একজন খুব জনপ্রিয় হিপ-হোপ সঙ্গীত শিল্পী। ২৩ জানুয়ারী সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং শিল্পী ছেন সুই এর কথা আপনাদের বলবেন।

 দক্ষিণ চীনের ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরে ১.৯ বর্গকিলোমিটার আয়তনের একটি সুন্দর দ্বীপ আছে। এর নাম কু লাং ইউ। কু লাং ইউ সমুদ্রের পার্ক বলে সুপরিচিত। তাইওয়ানের ব্যবসায়ী হুং মিং চাং এখন কু লাং ইউতে বসবাস করছেন। তিনি এখানে একটি ব্যক্তিগত যাদুঘর খুলেছেন। হুং মিং চাং ফু চিয়ান প্রদেশ ও তাইওয়ান অঞ্চলের ইতিহাস ধরে রাখা এবং এ দুটো অঞ্চলের পুরাকীর্তি সংরক্ষণ করাকে নিজের কাজ ও দায়িত্ব বলে গ্রহণ করেছেন। ২৪ জানুয়ারী সমাজ দর্পণ আসরে শি চিং উ তাইওয়ানী ব্যবসায়ী হুং মিং চাংয়ের কাহিনী শোনাবেন।

 পাঁচ বছর আগে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিয়েছে। তখন থেকেই চীন অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির যুগে প্রবেশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সার্বিক আর্থ-সামাজিক বিকাশ অর্জিত হয়েছে। এখন চীন বিশ্বের তৃতীয় রপ্তানীকারী দেশ। দ্রুত উন্নয়নের পাশাপাশি চীন অভূতপূর্ব উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরেছে এবং এর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিরাট অবদান রেখেছে। ২৫ জানুয়ারী অর্থনীতির অগ্রযাত্রাআসরে ইউ কুয়াং য়ুএ বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির পর চীনের পরিবর্তন সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন পড়ে শোনাবো।

 তাইওয়ান প্রণালীর দুই তীরের কৃষি সহযোগিতা শুরু হয় গত শতাব্দীর আশির দশকে। প্রথমে শুধু অল্পসংখ্যক ব্যক্তিদের মধ্যে এই বিনিময় হতো। বর্তমানে দুই তীরের কৃষিজাত দ্রব্যের বার্ষিক বাণিজ্যিক মূল্য ৯০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। কিছু দিন আগে হাইনান প্রদেশের বো আও'তে দুই তীরের কৃষি সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ফোরাম চলাকালে মূলভূভাগ দুই তীরের কৃষি সহযোগিতা জোরদার বিষয়ক নীতি ও ব্যবস্থা প্রণয়ন করেছে। এটা দুই তীরের কৃষি সহযোগিতাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। ২৬ জানুয়ারী সেই গ্রাম এই জীবন আসরে থাং ইয়াও খান এর পরিবেশনায় তাইওয়ান প্রণালীর দু'তীরের কৃষি সহযোগিতার সম্মুখীন নতুন সুযোগ নামে একটি প্রতিবেদন থেকে অনেক তথ্য জানতে পারবেন।

 ঘোড়ার সঙ্গে কাজাখ জাতির নিবিড় সম্পর্ক রয়েছে। একটি পশু পালক জাতি হিসেবে কাজাখ জাতি ঘোড়দৌঁড়ে পারদর্শী। তারা ঘোড়ার মাংস ও দুধ খেতে এবং ঘোড়ার চামড়া দিয়ে তৈরি নিত্য ব্যবহার্য দ্রব্য ব্যবহার করতে পছন্দ করেন। বর্তমানে উত্তর-পশ্চিম সিনচিয়াংয়ের ই লি কাজাখ স্বায়ত্তশাসিত বিভাগের কুং লিউ জেলায় বসবাসকারী কাজাখ জাতির পশুপালকরা ঘোড়ার সঙ্গে জড়িত সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটন কার্যক্রমকে উন্নয়ন করে স্বচ্ছল হয়েছেন। কিছু দিন আগে আমাদের সংবাদদাতা কুং লিউ জেলার কুর্দেনিন পার্বত্য এলাকায় পশু পালকদের সাক্ষাত্কার নিয়েছেন। ২৭ জানুয়ারী ওরা অনন্য আসরে থান ইয়াও খান এ সম্পর্কিত একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।