রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার লোসিউকোভ ২১ জানুয়ারী সংবাদ মাধ্যমকে বলেছেন, রাশিয়া আশা করে, ছ'পক্ষীয় বৈঠক যথাশীঘ্রই আবার শুধু হতে পারে।
রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, এদিন তিনি সফররত উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম গে গুয়ানের সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা ছ'পক্ষীয় বৈঠকের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। বৈঠক শেষে লোসিউকোভ বলেছেন, দু'পক্ষই মনে করে, ছ'পক্ষীয় বৈঠকের নতুন দফা আলোচনা যথাশীঘ্রই শুরু করা উচিত।
সম্প্রতি ছ'পক্ষীয় বৈঠকের উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিম গে গুয়ান মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিসটোফার হিলের সঙ্গে বার্লিনে বৈঠক করেছেন। দু'পক্ষ মতভেদ দূর লক্ষে মত বিনিময় করেছে। লোসিউকোভ বলেছেন, উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক যোগাযোগের ফলে ছ'পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা এবং কোরীয় পরমাণু সমস্যার যথাযথ সমাধানের সুযোগ সৃষ্টি করেছে।
|