চায়না মোবাইল কোম্পানি ২২ জানুয়ারী ঘোষণা করেছে যে, তারা পাকিস্তানের পাকটেল লিমিডেট কোম্পানির কাছ থেকে ৪৬ কোটি মার্কিন ডলার মূল্যের ৮৮.৮৬ শতাংশের শেয়ার কিনেছে ।
২০০৫ সালে চায়না মোবাইল কোম্পানি হংকং-এ চায়না রিসোর্সেস পিপলস টেলিফোন কোম্পানি কেনার পর এবার হচ্ছে বিদেশে তাদের দ্বিতীয়বারের মত শেয়ার কেনা । অনুমাণ করা হচ্ছে যে, ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে তা সম্পন্ন হবে । চীনের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ শিল্প প্রতিষ্ঠান হিসেবে চায়না মোবাইল কোম্পানি ২০০৬ সালে মোট মুনাফা করেছে ৯৬ বিলিয়ন ইউয়ানেরও বেশি, যা অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি ।
|