চীনের শেয়ার তত্ত্বাবধান প্রশাসন কমিটির চেয়ারম্যান শাং ফুলিন ২১ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন বৈদেশিক পুঁজি বাজারের উন্মুক্ততাকরণকে ত্বরান্বিত করবে ।
তিনি বলেছেন, চীন শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্রীয় শেয়ার ফিউজার কোম্পানির হংকংয়ে শাখা সংস্থা প্রতিষ্ঠায় সহায়তা দেবে , যোগ্যতাসম্পন্ন বৈদেশিক পুঁজি বিনিয়োগকারীদের অথবা কিউ.এফ. আই.আই. চীনের তহবিল কোম্পানিতে পুঁজি বিনিয়োগ করার বিষয়টি ভালভাবে বিবেচনা করবে, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করবে এবং চীনের পুঁজি বাজারের প্রভাব সম্প্রসারণ করবে ।
তিনি আরো বলেছেন, ভবিষ্যতে চীনের পুঁজি বাজারের সংস্কার ও উন্নয়ন ব্যবস্থাপনার নির্মাণ ও পুঁজি বাজারের তত্ত্বাবধান জোরদার করবে, বাজারের কাঠামোগত কাজ সম্পন্ন করবে, অব্যাহতভাবে বাজারকে কার্যকর করার পাশাপাশি প্রতিযোগিতামূলক শক্তিকে উন্নত করবে, পুঁজি বাজারের সুষ্ঠু উন্নয়ন ও কার্যকরকালীন জটিলতা নিরসণ সম্পর্কিত ব্যবস্থাপনা নির্মাণ করবে এবং পুঁজি বাজারের পরিসেবামূলক সামর্থ্যকে উন্নত করবে ।
|