 সিরিয়া সফররত ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২১ জানুয়ারী দামেস্কে হামাসের নেতা খালেদ মেশালের সঙ্গে বৈঠক করেছেন । কিন্তু দু'পক্ষের মধ্যে ফিলিস্তানের জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্য হয় নি ।
আব্বাস এবং মোশাল এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, যদিও দু'পক্ষ বৈঠকে ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রগতি অর্জিত হয় নি, কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে মতৈক্য হয়েছে । দু'পক্ষ অব্যাহতভাবে আলোচনার মাধ্যমে পারস্পরিক মতভেদ দূর করার চেষ্টা করবে ।
গত বছরের ডিসেম্বর মাস থেকে ফিলিস্তিনের প্রধান দল ফাতাহ এবং হামাসের সঙ্গে জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠার বিষয় অচল হয়ে পড়ায় দু'পক্ষের সমর্থকদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ ঘটছে , ইতোমধ্যেই এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে ।
|