২১ জানুয়ারি চীনে বৈদেশিক ছাত্রদের চীনা ভাষা শিক্ষার একটি নতুন ব্যবস্থা তৈরী করা হয়েছে, এই ব্যবস্থার নাম "কুয়িক চাইনিস"। জানা গেছে, তা একমাত্র চীনের ট্রেড মার্কের অধিকারী এবং নিজস্ব মেধাসত্ব অধিকারী শিক্ষা ব্যবস্থা।
চীন ও বিদেশ বিশেষজ্ঞরা ৬ বছর গবেষণার পর "কুয়িক চাইনিস" ব্যবস্থা তৈরী করেছেন। তা আগের চীনা ভাষা শিক্ষার পদ্ধতির চেয়ে অনেক উন্নত হয়েছে। এই ব্যবস্থা শোনা ও বলার সামর্থ্যের উপর বেশি গুরুত্ব দেয়। এই ব্যবস্থায় প্রায় ৮০ রকম কোর্স রয়েছে এবং এর ইংরেজী, ফ্রেন্চ, কোরীয় এবং জাপানীজ ভাষার বই আছে।
জানা গেছে, "কুয়িক চাইনিজ" এখন দক্ষিণ কোরিয়ায় ব্যবহৃত হচ্ছে। অস্ট্রিলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এই ব্যবস্থা ব্যবহারের কাজ নিয়ে চীনের সঙ্গে যোগাযোগ করছে।
|