কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ২০ জানুয়ারী টোকিওতে জাপানের প্রতিনিধি দলের নেতা কেনিছিরো সাসায়ের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ যত তাড়াতাড়িসম্ভব ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার ব্যাপারে একমত হয়েছে।
হিল এদিনের বৈঠকে জাপানের কাছে ছ'পক্ষীয় বৈঠকের উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিম গেয় গওয়ানের সঙ্গে বার্লিনে তাঁর আলোচনার বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি কেনিঝিরো সাসায়ের সঙ্গে পরবর্তী ছ'পক্ষীয় বৈঠক নিয়ে মত বিনিময় করেছেন।
হিল বৈঠকের পর তথ্য মাধ্যমের কাছে বলেছেন, বার্লিনে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা খুব কল্যাণকর হয়েছে। দু'পক্ষ যত তাড়াতাড়িসম্ভব ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার ব্যাপারে একমত হয়েছে। তিনি আশা করেন, পরবর্তী বৈঠকে সাফল্য অর্জিত হবে।
কেনিছিরো সাসায় বলেছেন, তিনি আশা করেন, বার্লিনে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার আলোচনা পরবর্তী বৈঠকের জন্যে সুষ্ঠু ভিত্তি স্থাপন করতে পারে।
হিল ২০ জানুয়ারী জাপানে পৌঁছে স্বল্পকালীন সফর করেছেন। তাঁর ২১ জানুয়ারী চীন সফরের কথা।
|