|
|
(GMT+08:00)
2007-01-21 18:38:45
|
চীনা বিজ্ঞানীদের মধ্যে সারা পৃথিবীর পরিবর্তন নিয়ে আলোচনা
cri
চীনের পৃথিবী জুড়ে পরির্বতন গবেষণা ক্ষেত্রের বিশেষজ্ঞরা ২০ জানুয়ারী পেইচিংএ "পৃথিবীর পরিবর্তন প্রক্রিয়া আর মানবজাতির তত্পরতা " শিরোনামে পৃথিবী জুড়ে পরিবর্তন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সারা পৃথিবীর পরিবেশ সমস্যা দিন দিন তীব্রতর হয়ে উঠা এবং সারা পৃথিবীর পরিবর্তন দ্রুত গতিতে ঘটার সঙ্গে সঙ্গে মানব জাতির টেকসই উন্নয়ন ত্বরান্বিত করাকে ক্রমেই মানবজাতির আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনের বিজ্ঞানী লি চিয়া ইয়াং ব্যাখ্যা করে বলেছেন, গত ২০ বছর ধরে দেশী-বিদেশী পৃথিবী বিজ্ঞান ক্ষেত্রের বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে পরিবর্তন সংক্রান্ত গবেষণায় আত্মনিয়োগ করে এসেছেন। এবারের সেমিনারে অংশ গ্রহণকারী বিশেষজ্ঞ ও পন্ডিতরা মনে করেন, বিভিন্ন মহলের বিজ্ঞনীদের এক সঙ্গে পৃথিবী জুড়ে পরিবর্তন নিয়ে গবেষণা করা টেকসই উন্নয়ন বাস্তবায়নের করার জন্য গুরুত্বপূর্ণ তারপর্যসম্পন্ন।
|
|
|