|
 |
(GMT+08:00)
2007-01-21 18:35:00
|
নেপালের প্রধান মন্ত্রী: মানবাধিকার সংস্থার তত্পরতার নামে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা যাঁ না
cri
নেপালের প্রধান মন্ত্রী গিরিজা প্রাসাদ কৈইরালা ২০ জানুয়ারী কাঠমুন্ডুতে বলেছেন, মানবাধিকারের তত্পরতার নামে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা যায় না। ২০ জানুয়ারী তিনি সফররত জাতি সংঘ মানবাধিকার বিষয়ক উচ্চ পদস্থ কমিশিনার লুইস আরবারের সঙ্গে নেপালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নেপালের প্রধান মন্ত্রী বলেছেন, মানবাধিকার সংস্থার তত্পরতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি করতে পারে না , সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে না অথবা দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না। তিনি বলেছেন, নেপালের বতর্মান সরকার মানবাধিকার সংরক্ষণের দিকে অত্যন্ত মনোযোগ দিচ্ছে। নেপালের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করার জন্যে লুইস আরবার ১৯ জানুয়ারী কাঠমুন্ডুতে পৌঁছে নেপালে তাঁর ছ' দিনের সফর শুরু করেছেন।
|
|
|