|
 |
(GMT+08:00)
2007-01-21 17:33:43
|
পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গপথ চালু হয়েছে(ছবি)
cri
 চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে বলা হয়েছে , চীনের প্রযুক্তিবিদ ও শ্রমিকদের চার বছর নয় মাসের কঠোর প্রচেষ্টার পর উত্তর চীন ও দক্ষিণ চীনের সীমানা ছিনলিন পাবর্ত্য অঞ্চলে নির্মিত এই সুড়ঙ্গ সড়ক পথ ২০ জানুয়ারী চালু হয়েছে । ছিনলিন চুননান সান সুড়ঙ্গসড়ক পথের মোট দৈর্ঘ্য ১৮.০২
 কিলোমিটার । চীনের প্রযুক্তিবিদ ও শ্রমিকরা এই সুড়ঙ্গ সড়ক পথ ডিজাইন ও নির্মান করেছেন । শ্রমিকরাছিনলিন পাহাড়ের গায়ে অত্যন্ত কষ্ট করে এই সুড়ঙ্গ পথ তৈরী করে এই সড়ক পথ নির্মাণ করেছেন । এখন স্থানীয় অধিবাসীরা বাসে করে পনেরো মিনিটের মধ্যেই এই পাহাড় অতিক্রম করতে পারেন । দীর্ঘকাল ধরে ছিললিন পাহাড় স্থানীয় অধিবাসীদের দক্ষিণ ও উত্তরে আসা যাওয়ার বড় বাধা ছিল , এই সুড়ঙ্গ সড়র পথ দক্ষিণ ও উত্তর চীনকে সংযুক্ত করেছে ।
|
|
|