২১ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় বীমা সম্মেলন থেকে জানা গেছে , ২০০৬ সালে চীনে কৃষি বীমা গ্রহণকারীর সংখ্যা দ্রুত বেড়েছে , বীমা ফি ৮৫ কোটি ইউয়ান দাড়িয়েছে । এটা ২০০৫ সালের চেয়ে ১৬ শতাংশ বেশি ।
চীনের বীমা তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান উ তিন ফু সম্মেলনে বলেছেন ,২০০৬ সালে চীনে বিভিন্ন জায়গার বাস্তব অবস্থা অনুসারে কৃষি বীমা জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে । বীমার আওতায় রাখা কৃষি জমির পরিমান প্রায় আড়াই কোটি একর , গবাদী পশুর সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে । এর পাশাপাশি গ্রামে অবস্থানরত কৃষকদের মধ্যে বার্ধক্য বীমা ও শহরে কর্মরত গ্রামীন শ্রমিকদের বীমা গ্রহণের সুযোগসুবিধা প্রচার করা হয়েছে । বর্তমানে চীনে প্রায় দশ কোটি কৃষক কৃষি জমি বীমা , গবাদী পশু বীমা ও বার্ধক্য বীমা গ্রহণ করেছেন ।
|