সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয় প্রকাশিত একটি উন্নয়ন পরিকল্পনায় বলা হয়েছে, ২০১০ সাল নাগাদ চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানের বৃদ্ধি মূল্য ৭.৯৮ ট্রিলিয়নের কাছাকাছি রেন মিন পি দাঁড়াবে। গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানে নিয়োজিত লোকসংখ্যা ১৫ কোটিরও বেশী।
এই পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরে চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানকে সম্পদ ব্যয় করার শিল্প-প্রতিষ্ঠান থেকে সম্পদ সাশ্রয় করার শিল্প-প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে, গ্রামাঞ্চলের উদ্বৃত্ত শ্রম শক্তি গ্রহণের জন্যে গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ নিতে সমর্থন করা হবে, কৃষকদের আয় বাড়ানো হবে এবং কৃষিজাত দ্রব্যেরপ্রক্রিয়াকরণের সৃজনী ক্ষমতা উন্নত করা হবে।
প্রাথমিক পরিসংখ্যাণ অনুযায়ী, গত বছর চীনের গ্রামাঞ্চলে৫.৭৫ ট্রিলিয়নের রেন মিন পির বৃদ্ধি মূল্য বাস্তবায়িত হয়েছে যা ২০০৫ সালের তুলনায় ১৩ শতাংশ বেশী।
উল্লেখ্য, চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান বলতে কৃষকদের উদ্যোগে প্রতিষ্ঠিত পুণ্যদ্রব্য উত্পাদন, বিনিময় ও সেবামূলক তত্পরতায় নিয়োজিত মুনাফায় লাভবান অর্থনীতির সংস্থান বুঝায়।
|