চীনের বাণিজ্য মন্ত্রী পোও সি লেই সম্প্রতি এক জাতীয় বাণিজ্য কর্ম অধিবেশনে বলেছেন, রফতানি ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০০৭ সালে চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির গতি ২০০৬ সালের চাইতে ষ্পস্টভাবে শ্লথ করা হবে। চলতি বছর আমদানি-রফতানির মোটমূল্য দুই ট্রিলিয়ন মার্কিন ডলার ছাঁড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
২০০৮ সালে চীনের আমদানি-রফতানি মোটমূল্য ১.৭৬ ট্রিলিয়ানে দাঁড়িয়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। কিন্তু বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে । অতি অনুকুল উদ্বৃত্ত হওয়ার ফলে অভ্যন্তরীণ আর বৈদেশিক বাণিজ্যে প্রতিকুল প্রবণতা দেখা দিয়েছে।
পোও সি লেই বলেছেন, বাণিজ্যের অতি অনুকুল উদ্বৃত্ত অভ্যন্তরীণ অর্থনীতির ভারসাম্যগত উন্নয়নের প্রতিকূল এবং বৈদিশিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার টেকসই উন্নয়নের প্রতিকূল। অনুকল উদ্বৃত্ত কমানো চলতি বছরে চীনের বৈদেশিক মন্ত্রণালয়ের সবর্প্রথম কতর্ব্য।তা ছাড়া, এই সুযোগ নিয়ে চীন বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির পদ্ধতিরুপান্তরের গতি দ্রুততর করবে।
|