পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটির রাষ্ট্রীয় নেতাদের ৩১ তম সম্মেলন ১৯ জানুয়ারী বৃর্কিনাফাসোর রাজধানী ওয়াগাদৌগৌয় শুরু হয়েছে। সম্মেলনে প্রধানত কোটে ডি-ভার শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।
খবরে জানা গেছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোর মোট ১১ জন শীর্ষনেতার সম্মেলনে অংশ নেওয়ার কথা। পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান, নাইজারের প্রেসিডেন্ট মামাদৌ তান্দজা উদ্বোধনীঅনুষ্ঠানে বলেছেন, ২০০২ সালে কোটে ডি-ভায় সংঘটিত সংকট কোটে-ডিভায় প্রভাব ফেলায় পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটি উদ্বেগ প্রকাশ করেছে। তান্দজা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আফ্রিকা সংস্থার কাছে কিছু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
অন্য খবরে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষনেতারা কোটে ডি-ভার শান্তি প্রক্রিয়ায় দেখা দেয়া অচলাবস্থা দূর করতে তাদের প্রস্তাব আফ্রিকান ইউনিয়নকে দেবেন। আফ্রিকান ইউনিয়ন জানুয়ারীর শেষ নাগাদ কোটে ডি-ভার পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
|