জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ১৯ জানুয়ারী প্রকাশিত এক বিবৃতিতে সংশ্লিষ্ট পক্ষকতৃক পরবর্তী সময়পর্বে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের জন্যে সক্রিয়ভাবে প্রস্তুতি নেয়ায় স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে বান কি মুন বলেছেন, সম্প্রতি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বার্লিনে ইতিবাচক আলোচনা করায় তিনি অনুপ্রেরণায় বোধ করেছেন। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পরবর্তী সময়পর্বে ছ'পক্ষীয় বৈঠকে ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর গৃহীত "যৌথ বিবৃতি" বাস্তবায়নের জন্যে আরো বেশী প্রচেষ্টা চালাবেন।
ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিন গেয় গওয়ান ১৬ থেকে ১৮ জানুয়ারী জার্মানীর রাজধানী বার্লিনে পরবর্তী সময়পর্বের ছ'পক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা করেন।
|