v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-19 21:44:26    
ফিলিপাইনের মনোরম শহর --- কেবু(ছবি)

cri

 ফিলিপাইন দ্বীপপুন্জের মধ্যাঞ্চলের কেবু দ্বীপের পূর্ব তীরে অবস্থিত কেবু শহর হচ্ছে ফিলিপাইনের বৈশিষ্ট্যসম্পন্ন একটি শহর। কেবু কেবল ফিলিপাইনের কেবু প্রদেশের রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র তাই নয়, বরং রাজধানী ম্যানিলার পর ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর। কেবু শহরের জনসংখ্যা ৭ লাখের বেশি। এর আয়তন ৩২৬.১ বর্গকিলোমিটার।

 কেবু শহর ১৫৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই সুদীর্ঘ ঐতিহাসিক উপকূলীয় শহর "দক্ষিণ ফিলিপাইনের রাণী" বলে সুপরিচিত। কেবুর সুন্দর প্রাকৃতিক দৃশ্য , অদ্বিতীয় ও সমৃদ্ধ পর্যটন সম্পদ তীব্রভাবে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে।

 কেবুর মনোরম সৌন্দর্য কেবল প্রাকৃতিক দৃশ্যেই ওপর প্রতিফলিত হয় না, বরং সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রতিফলিত হয়। ফিলিপাইনের সর্বোচ্চ ঐতিহাসিক ও সাংস্কৃতিকসম্পন্ন শহর হিসেবে কেবু দ্বীপে রয়েছে হোলি ইনসেন্ট গির্জা, সান পেট্রো দুর্গ, ম্যাগল্লান ক্রস, স্মৃতি সৌধ ও চীনের তাও ধর্মের মন্দির, বৃহত্ আধুনিক বাজারসহ অনেক কিছু। এর মাধ্যমে কেবুর চার শ'রও বেশি বছর ইতিহাসের সাংস্কৃতিক দিকগুলো ফুটে উঠেছে।

 কেবু কেবল ফিলিপাইনের একটি অতি উন্নত মানের বাণিজ্য ও শিল্প কেন্দ্র তাই নয়, বরং ম্যানিলা ছাড়া ফিলিপাইনের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্রও বটে। কেবুতে ভুট্টা, শুকনো নারিকেল, আম, তামাক , জলজ খাদ্য ও কাঠ প্রচুর উত্পাদিত হয়। এখানে রয়েছে ফিলিপাইনের সবচেয়ে বড় নারিকেল তেল কারখানা । তা ছাড়াও এখানে আরো রয়েছে তামাক, চিনি , চীনা মাটি ও বীয়ারসহ নানা শিল্পপ্রতিষ্ঠান। কেবুতে সমৃদ্ধ খোলা সম্পদ আছে বলে সেখানকার খোলায় তৈরী দ্রব্যের সুনাম ছড়িয়ে গেছে। প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রধান পর্যটন শিল্প হচ্ছে কেবুর গুরুত্বপূর্ণ শিল্পের অন্যতম।

 কেবুর পরিবহন ব্যবস্থা সুবিধাজনক। কেবু হচ্ছে ফিলিপাইনের দক্ষিণাংশের সামুদ্রিক পরিবহন ও বিমান পরিবহনের কেন্দ্র। কেবু বন্দর ফিলিপাইনের প্রায় ৮০ শতাংশ অভ্যন্তরীণ বিমান পরিবহনের দায়িত্ব বহন করে। বিশটিরও বেশি বিমান লাইন দিয়ে ফিলিপাইনের অভ্যন্তরীণ চল্লিশটিরও বেশি বন্দরে যাওয়া যায়।