নিউইয়র্ক সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলেক্সান্ডার ডাওনার ১৮ জানুযারী বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত মার্কিন-চীন সম্পর্কের প্রতি ইতিবাচক মত পোষণ করে দু'দেশের সম্পর্ককে জোরদার করা ।
তিনি বলেছেন, যদিও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রেখেছে , কিন্তু যুক্তরাষ্ট্রের সংসদের কিছু সদস্যসহ অনেক মার্কিনী মনে করে , চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি । তিনি মনে করেন, দু'দেশের সম্পর্কের উন্নয়নে কিছু ঝামেলার সম্মুখীন হবে , কিন্তু এসব ঝামেলা চীনের উন্নয়নের জন্য নিয়ে আসা অসম্ভব ।
তিনি আরো বলেছেন, দীর্ঘকালের মধ্যে যুক্তরাষ্ট্রের উচিত তার ও চীনের সম্পর্কের প্রতি ইতিবাচক মত পোষণ করা । অস্ট্রেলিয়ারও যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক স্থাপন করা দরকার ।
|