চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত পুঁজির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লি রোং রোং সম্প্রতি এই মত প্রকাশ করেছেন যে , ২০০৭ সালে চীনের কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের কাজ দ্রুততর করা হবে । পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , ২০১০ সালের শেষ নাগাদ ৮০ থেকে ১০০টি কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান কমানো হবে ।
লি রোং রোং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের এক অধিবেশনে বলেছেন , এ বছর এই সম্পর্কিত কাজ আরো জোরদার করতে হবে । কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানের পুনর্গঠন করতে হলে অব্যাহতভাবে তাদের নিজেদের ইচ্ছার প্রতি মর্যাদা প্রদর্শন করতে হবে । তা ছাড়া কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানের পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য বৃত্তিমূলক কাঠামো ও চাহিদার কথাও বিবেচনা করতে হবে ।
লি রোং রোং আরো বলেছেন , চীনের বেশির ভাগ রাষ্ট্রায়ত্ত পুঁজি বিদ্যুত্ , তেল ও রসায়ন শিল্প , টেলি-যোগাযোগ , লৌহ ও ইস্পাত এবং বেসামরিক বিমান চলাচলসহ প্রধান প্রধান শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজে লাগানো হবে ।
|