গতবছর চীনের চলচ্চিত্র শিল্প থেকে আয় হয়েছে মোট ২.৬ বিলিয়ন ইউয়ান । তা আগের বছরের তুলনায় ০.৬ বিলিয়ন ইউয়ান বেশি । গতবছর চীনে মোট ৩৩০টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। আগের বছরের চেয়ে এ সংখ্যা ৭০টি বেশি ।
১৯ জানুয়ারী চীনের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশন সূত্রে এ খবর জানা গেছে।
গতবছর চীনের চলচ্চিত্র শিল্পের আয় পরপর তৃতীয় বছরের মত এবারও সার্বিক আয়ের ৫০ শতাংশ হয়েছে। চীনের চলচ্চিত্রের মাধ্যমে বহু ধরণের উন্নয়নে অনেক সাফল্য অর্জিত হয়েছে। মাঝারি এবং ছোট আকারের চলচ্চিত্রের আয়ও বৃদ্ধি পেয়েছে।
চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই মনে করেন যে, চীনের বিরাট জনসংখ্যা চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিয়েছে। চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আগামী ১০ বছরে নিশ্চয়ই একটি সুষ্ঠু পরিবেশের সৃষ্টি হবে।
|