চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত বিষয়ক দুষিত পানিকে বিসুদ্ধকরণের ব্যাপারে রাষ্ট্রীয় ভর্তুকি পাওয়া গেছে। দুষিত পানির পরিমাণ অনুযায়ী চীনের অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রদেশ ও শহরকে বেশ কিছু ভর্তুকি দিয়েছে।
তা সংবাদদাতা ১৯ জানুয়ারী সংশ্লিষ্ট বিভাগে এ খবর পেয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে তিন গিরিখাত বিষয়ক দুষিত পানি ও জঞ্জালসহ বিভিন্ন সমস্যার সমাধানে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। দুষিত পানিকে বিসুদ্ধকরণের হার অনেক উন্নত হয়েছে। বর্তমানে তিন গিরিখাত এলাকার ১৩টি জেলায় দুষিত পানিকে বিসুদ্ধকরণের জন্য মোট ১৮টি কারখানা স্থাপন করা হয়েছে। প্রতিদিন দুষিত পানিকে বিসুদ্ধকরণের পরিমাণ মোট ৬ লাখ টন।
তাছাড়া, শিল্প ক্ষেত্রের দুষিত পানি সমস্যার সমাধানের লক্ষে তিন গিরিখাতের ৭০টি গুরুত্বপূর্ণ শিল্পকে দুষিত পানি বিসুদ্ধকরণের জন্য নির্ধারণ করে রেখেছে।
|