চীনের শ্রম ও সমাজ বীমা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , এ বছর চীন বেকারদের পুনঃকর্মসংস্থান ও অল্পবয়সীদের কর্মসংস্থানের সাহায্য দেয়ার কাজ জোরদার করা হবে , বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কর্মসংস্থানের সমস্যা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা হবে ।
এই কর্মকর্তা বলেছেন , চীনে কর্মসংস্থানের ব্যাপারে এখনো দুরূহ পরিস্থিতি বিরাজমান । সেজন্য চীন সরকার অব্যাহতভাবে কর্মসংস্থানের সংখ্যা বাড়ানোকে আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কাঠামোর পুনর্গঠনকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা বলে মনে করবে , সক্রিয়ভাবে শ্রমশক্তি-নির্ভর শিল্প প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করবে , বাজার ভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলবে এবং গণ কর্মসংস্থান বিষয়ক পরিসেবা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে । এর পাশাপাশি চীনে সকল শ্রমজীবিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা হবে এবং প্রশিক্ষণ প্রদানসহ পুনঃকর্মসংস্থানের ব্যবস্থা জোরদার করা হবে ।
|